আমি চলে গেলে সব ওলট-পালট হয়ে যাবে! মেয়েদের প্রতি দায়িত্বশীল নীলাঞ্জনার ইঙ্গিতপূর্ণ পোস্ট

Published on:

আমি চলে গেলে সব ওলট-পালট হয়ে যাবে! মেয়েদের প্রতি দায়িত্বশীল নীলাঞ্জনার ইঙ্গিতপূর্ণ পোস্ট

খাতায়-কলমে এখনও ডিভোর্স না হলেও, আলাদা থাকছেন যিশু-নীলাঞ্জনা। দিচ্ছেন একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট। যে পোস্টগুলো দেখলে বুঝতে অসুবিধা হয় না সেগুলো যিশুর উদ্দেশ্যেই লেখা। নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়ার সক্রিয়তা ক্রমেই তাদের সম্পর্কের তিক্ত দিকটাকে আরও ফুটিয়ে তুলছে।এর মধ্যে নীলাঞ্জনার সোশ্যাল মিডিয়ার পোস্ট ভাইরাল হল। দিলেন ইঙ্গিত পূর্ণ পোস্ট।

মুম্বাই থেকে কাজের অফার পেলেও কলকাতা ছেড়ে যেতে নারাজ তিনি। নিজের সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়ে নীলাঞ্জনা লেখেন, “আমি চলে গেলে সংসারের সবটা ওলটপালট হবে। মেয়েদেরকে তো আমাকেই দেখতে হবে। মেয়েরাই আগে আমার কাছে। যা করব, ওদের ভালমন্দ বুঝে”।

   
 ⁠

শহর কলকাতা না ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, “মেয়েরা একটু ও রকম হয়, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়লে নিজেদের দিকে নজর দিতে ভুলে যায়। আমিও তেমন”।

  
 ⁠

যদিও কিছুদিন আগেও একবার ইনস্টাগ্রামে বিস্ফোরক মন্তব্য করেছিলেন নীলাঞ্জনা। সম্পর্কে প্রতারণা নিয়ে ইঙ্গিতপূর্ণ স্টেটাস দিলেন যিশুর স্ত্রী। আর নিয়ে ফের হৈচৈ সোশ্যাল মিডিয়ায়। নাম না করেই যীশুকে নিশানা করলেন তাঁর প্রাক্তন স্ত্রী।

তাঁদের নিয়ে আলোচনার শেষ নেই। এই পরিস্থিতিতে আরও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন নীলাঞ্জনা। যা নিয়ে ফের একবার বিচ্ছেদের ইঙ্গিতই স্পষ্ট হয়েছে। যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর ঘর ভাঙার খবরে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। নিজের নামের পাশ থেকে যীশুর পদবী মুছেছেন নীলাঞ্জনা। ইনস্টাগ্রাম থেকেও সরিয়েছেন একাধিক ছবি।