বিয়ে সেরে এখন হানিমুন পর্ব কাটাচ্ছেন শ্রীময়ী-কাঞ্চন। এরমধ্যেই আবার ছিল শ্রীময়ীর জন্মদিন। সুতরাং সেলিব্রেশন ছিল ডবল। মালদ্বীপে গিয়েছিলেন মধুচন্দ্রিমা কাটাতে। সেখান থেকে একের পর এক ভালোবাসার আদরে মাখা ছবি আপলোড করেছেন অভিনেত্রী। এবার সরাসরি জলের মধ্যে ভালবাসার গতি প্রকাশ্যে আনলেন তাঁরা। কালো বিকিনিতে মায়াবী রূপে ধরা দিয়েছেন তিনি।
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
জন্মদিনে রাত ১২টার পরেই মা-বাবা ও কাঞ্চনকে পাশে নিয়ে জন্মদিনের কেক কাটেন তিনি। বাড়ির পাশাপশি হানিমুনে গিয়েও কেক কেটে হয়েছে উদযাপন। স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কাঞ্চন।
মালদ্বীপে ওয়াটার ভিলায় একান্তে সময় কাটাচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী। ভিডিয়োতে খালি গায়ে ধরা দিলেন কাঞ্চন। শ্রীময়ীও ডুবে রয়েছেন বরের প্রেমে। সব সলিয়ে হানিমুনে গিয়ে জমে উঠেছে কাঞ্চন-শ্রীময়ীর রোম্যান্স। ভিডিয়ো পোস্ট করে ক্যাপশানে শ্রীময়ী লিখেছেন, ‘ভালোবাসা আজ আকাশে-বাতাসে’।
পাঁচ মাস ধরে সোশ্যাল মিডিয়ায় একমাত্র চর্চার বিষয় কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ে। তাঁরা কিভাবে বিয়ে করছেন কতটা জাঁকজমক হচ্ছে অনুষ্ঠান এই সব কিছুই জানতে উৎসুক ছিলেন অনুরাগীরা। পিঙ্কির সঙ্গে বিচ্ছেদ শেষে নিজের থেকে অর্ধেক বয়েসী শ্রীময়ীকে বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কাঞ্চনের বিয়ের নানান মুহূর্ত। নতুন বউয়ের সঙ্গে খুনসুটি হোক বা চুমু খাওয়া সব কিছুই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।