TRP-তে ব্যাপক ধস! বন্ধের মুখে এই তিন জনপ্রিয় মেগা সিরিয়াল, মন খারাপ দর্শকদের

সময়ের আগেই শেষের পথে আরও বেশ কয়েকটি জনপ্রিয় মেগা সিরিয়াল। মাত্র কয়েক মাস চলেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিকগুলি। তার বদলে আসতে পারে নতুন ধারাবাহিক। এমনটাই জল্পনা চলছে টালিগঞ্জে। মূলত টিআরপি না থাকার কারণেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিকগুলো।
টিআরপি মোটামুটি ঠিক থাকলেও জনপ্রিয়তা বেশ খানিকটা হারিয়েছে গাঁটছড়া সিরিয়াল। তার মধ্যে এই সিরিয়ালের নায়িকা খড়ি অর্থাৎ সোলাঙ্কি রায় সিরিয়াল ছেড়ে দেন। সব মিলিয়ে এবার এই সিরিয়াল বন্ধ করতে বলছেন দর্শকরা। এক সময়ে টিআরপি টপার মেগা সিরিয়াল গাঁটছড়া বর্তমানে জনপ্রিয়তা হারিয়েছে। বহুদিন থেকেই শোনা যাচ্ছিল এই সিরিয়াল নাকি বন্ধ হয়ে যাবে। এর মধ্যে সিরিয়ালের নায়িকাও সিরিয়াল ছেড়ে দিয়েছেন।
বন্ধের মুখে খেলনা বাড়ি ধারাবাহিকও। সম্প্রতি সিরিয়ালে এমন কিছু গাঁজাখুরি গল্প দেখানো হচ্ছে যাতে দর্শকমহল একেবারেই ক্ষেপে উঠেছে। তাদের মতে গল্পের গরুকে গাছে ওঠানো হচ্ছে। এবার জি বাংলার ধারাবাহিক খেলনা বাড়ি সিরিয়াল নিয়েও ক্ষোভ প্রকাশ করল দর্শক মহল।কার কাছে কই মনের কথা শুরু হতেই বদলে গিয়েছে খেলনাবাড়ি সম্প্রচারের সময়। এর কিছুদিন পর মিলির আগমনে সেই একই ঘটনার পুনরাবৃত্তি।
শেষের পথে ইচ্ছে পুতুল ধারাবাহিক। নীলকে নিয়ে দুই বোনের টানাটানি দর্শক বেশ ভালোই উপভোগ করছে। তবে কিছুদিন আগে শোনা যাচ্ছিল, সৌরভের দাদাগিরি সিজন ১০-র আগমনে সপ্তাহে পাঁচ দিনের বদলে মাত্র চার দিন অর্থাৎ সোম থেকে বৃহস্পতি সম্প্রচারিত হবে এই মেগা। এর মাঝেই খবর ইচ্ছে পুতুলের শ্যুটিং শেষ হচ্ছে চলতি মাসেই।
এদিকে কয়েক মাস আগে শুরু হয়েছিল ‘কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিক। সামাজিক কুসংস্কার, নারীদের প্রতি অন্যায় অত্যাচারের কাহিনীর প্রেক্ষাপটে শুরু হয়েছিল ছোট পর্দার এই গল্প। দর্শকদের মনে জায়গাও করে নিয়েছিল এই ধারাবাহিক। তবে টিআরপি তেমন ভালো ছিল না কোনও কালেই।
স্টার জলসা এবং জি বাংলা দুটো চ্যানেলই টিআরপি কম থাকলে সেই ধারাবাহিক বন্ধ করে দিতে বাধ্য হয় নির্মাতারা। তবে যদি কোনও ধারাবাহিকের টিআরপি কম থাকা সত্ত্বেও দর্শকদের পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে তার সময় পরিবর্তন করা হয়। কিন্তু এই ক্ষেত্রে ধারাবাহিকটি একদম নতুন হওয়ায় এত তাড়াতাড়ি টাইম লিপ নেওয়া সম্ভব না বলে জানিয়ে দিয়েছে প্রোডাকশন হাউজ।
টাইম লিপ করা সম্ভব হবে না বলেই কম টিআরপির কারণে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ বন্ধ হতে পারে। এই ধারাবাহিকের বদলে সন্ধে সাড়ে ছ’টায় আরেকটি নতুন ধারাবাহিক আসতে পারে। প্রসঙ্গত, ইতিমধ্যেই ‘লাভ বিয়ে আজকাল’, ‘জল থই থই ভালোবাসা’, ‘তোমাদের রানী’ শুরু হয়েছে। এরপর ‘তুমি আশেপাশে থাকলে’ বলে আরও একটি ধারাবাহিক আসতে চলেছে।