বরাবরই সাহসী দৃশ্যের অভিনয় করে তাক লাগিয়েছেন বিদ্যা বালান। বারবার ধরা পড়েছে তার উন্মুক্ত শরীরের ছবি। এবার ছেলেদের উন্মুক্ত শরীর নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। বললেন , তাঁর নগ্ন পুরুষ দেখতে ভালো লাগে। তাঁর এই বিস্ফোরক মন্তব্যে আলোড়ন উঠেছে।
বিদ্যা বালান অভিনীত অন্যতম ছবি দ্য ডার্টি পিকচার। ২০১১ সালের এই ছবি যথেষ্ট হিট হয়েছিল। দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিথ, বোল্ড ছবির জন্যই তিনি পরিচিত। তারই বায়োপিক ‘দ্য ডার্টি পিকচার’। এরপরেও একাধিক ছবিতে ঝড় তুলেছেন তিনি।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দু’বছর কেটে গিয়েছে। কিন্তু আজও আমি বলব যে, আমার নগ্ন পুরুষদের দেখতে ভাল লাগে। আপনারা বিদেশি ম্যাগাজ়িন প্লেবয় কিংবা ডেবোনেয়র দেখেছেন? সব সময় নারীদেরই অনাবৃত করে প্রকাশ করা হয়। পুরুষদের তো হয় না। মহিলারা মহিলাদের নগ্নতা দেখছেন। সমকামীদের হয়তো ভাল লাগবে। কিন্তু আমার মতো মানুষদের কী হবে? মেয়েদের সাহসিকতাকে অনেক বাহবা দিয়েছি। এখন ছেলেদের সাহস দেখতে চাই”।
দিন কয়েক আগেই নেপোটিজম নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। বলেছিলেন, “নেপোটিজম থাক বা না থাক, আমি তো আছি এখানে। কারও বাপের ইন্ডাস্ট্রি নয়, তেমন হলে তো সব বাবার ছেলে আর সব বাবার মেয়েই সফল হয়ে যেত”।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পুরুষতান্ত্রিক বলিউডও। এই বিষয়টিকেও কার্যত নস্যাৎ করে দিয়েছেন বিদ্যা। বলেন, “আমার তো মনে হয় না নায়করা বিদ্যা বালানের ছবি বা কোনও নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে চাইবেন। সত্যি কথা বলতে কি এটা তাঁদের ক্ষতি। কারণ ওঁদের থেকে আমাদের সিনেমা বেশি ভালো হয়। ওঁরা তো সব ফর্মুলা নির্ভর সিনেমা করছে। মহিলাদের সিনেমা তার থেকে অনেক বেশি এক্সাইটিং হয়। অবশ্য, মানুষজন প্রশংসা করেন কিন্তু পুরুষ অভিনেতারা নারীকেন্দ্রিক সিনেমা নিয়ে অস্বস্তিতে থাকেন। আমার মনে হয় না তাঁরা চাইবেন যে কেউ জায়গাটা নিয়ে নিক। কিন্তু এতে আমার খারাপ লাগে না। যদি ওঁরা এমন মনে করে আমি কী করতে পারি”।