স্মার্ট বউ সাজতে গিয়েই কেলোর কীর্তি! প্যান্ট খুলে গিয়ে বিপত্তি, তারপর? নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

টানটান উত্তেজনা নিয়ে চলছে সন্ধ্যাতারা ধারাবাহিক। ১২ ই জুন থেকে স্টার জলসায় শুরু হয়েছে এই ধারাবাহিক। মূলত দুই বোনের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিক এখন বেশ মন জয় করে নিয়েছে দর্শকদের।
সন্ধ্যা তারা ধারাবাহিকে অন্বেষা হাজরাকে একেবারে অন্য রূপে দেখা যাচ্ছে। গ্রামের এক কৃষি, পরিবারের রোজগেরে মেয়ে সে। তার শহুরে আধুনিক বরের মন মতো হয়ে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। এবার শহুরে বরের বন্ধুদের সামনে সে নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করবে, তাই নিয়ে বাধল বিপত্তি।
তার বর তাকে বলে দিয়েছে তার শহুরে বন্ধুদের সামনে কোনোভাবেই গাইয়া সেজে যাওয়া যাবেনা। শাড়ির বদলে প্যান্ট শার্ট পরেই বরের বন্ধুদের সামনে হাজির হতে চায় সে। তাই একবার ট্রায়াল দিয়ে দেখে নিতে চায় সে তাকে প্যান্ট পড়ে কেমন লাগছে। কিন্তু প্যান্ট পরতেই বিপত্তি বাধে। কোমর এতটাই লুজ যে তার বরের সামনে তার প্যান্ট খুলে যায়।
এদিকে এই দৃশ্য দেখে হইচই নেট দুনিয়ায়। কেউ কেউ যেমন লজ্জায় চোখ ঢাকলেন, তেমনই এই দৃশ্য দেখে নিন্দায় সরব হলেন দর্শকদের একাংশ।কেউ কেউ, তো এও বলে ফেললেন সিরিয়ালে আর কত কিছু হবে।
সন্ধ্যাতারা দুই বোনের গল্প নিয়ে তৈরি। নতুন প্রেম কাহিনী এবং একই সঙ্গে দুই বোনের গল্প বলবে সন্ধ্যা তারা। এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের নায়িকা অন্বেষাকে দেখা যাবে এই নতুন ধারাবাহিকে। দেখা যাবে দুই বোন তাদের দুজনের প্রাণ। একে অপরের জন্য প্রাণ পাত পর্যন্ত করতে পারে। এই পরিস্থিতিতে একজনেরই প্রেমে পড়বেন দুই বোন। কিভাবে এই পরিস্থিতির সামাল দেবেন তারা সেটা অবশ্য বলবে কাহিনীর প্লট।
সন্ধ্যাতারায় বড় বোন সন্ধ্যার ভূমিকা| অন্বেষা আর ছোট বোন তারার চরিত্রে অভিনয় করছেন অমৃতা দেবনাথ|সংসারটাকে সামলে রাখবে বড় বোন সন্ধ্যা| তারাও দিদির প্রতি ভীষণ কেয়ারিং| কিন্তু, দুই বোনের পছন্দ এক, এতেই সব লণ্ডভন্ড হয়ে যাবে?
গল্পের নায়ক আকাশ নিলের প্রেমে পড়বেন দুই বোন। অবশেষে কে আকাশনীলকে পাবে? কার সঙ্গে নায়কের সংসার গড়ে উঠবে তা অবশ্য ধারাবাহিক দেখলেই জানা যাবে।আকাশনীলের চরিত্রে অভিনয় করছেন সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়। তারার চরিত্রে দেখা যাবে অমৃতা দেবনাথকে।