ইতিহাস গড়েছিলেন ১১ জন মহিলা সাফাইকর্মী! রাতারাতি বদলে গিয়েছিল ভাগ্য

Published on:

ইতিহাস গড়েছিলেন ১১ জন মহিলা সাফাইকর্মী! রাতারাতি বদলে গিয়েছিল ভাগ্য

লটারি জেতা সত্যি ভাগ্যের ব্যাপার। আর তা কোটি টাকার হলে তো কথাই নেই। কিন্তু তাই বলে একসঙ্গে ১০ কোটি? হ্যা এমনই অসাধ্য সাধন করেছেন ১১জন মহিলা। কেরালার ১১জন মহিলা একসঙ্গে ১০ কোটি টাকার লটারি জিতেছেন।

জানা গিয়েছে, কেরালায় বসবাসকারী ওই ১১ জন মহিলা পুরসভার কর্মী। তাঁরা মালাপ্পুরাম জেলার প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ বিভাগে তাঁরা কাজ করেন। কিন্তু সেখান থেকে যা আয় হয় তাতে সংসার চলে না। তাই তারা সিদ্ধান্ত নেন একসঙ্গে লটারি কাটার। এরপর যেমন ভাবা তেমন কাজ।

   
 ⁠

ওই ১১জন মহিলা মিলে ২৫০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কাটেন। ব্যাস ভাগ্য তাদের সহায় হয়।মিলে যায় লটারির টিকিটের নম্বর। জিতে যান ১০ কোটি টাকা। কপাল ফিরে যায় ওই ১১জন মহিলা পুরকর্মীর।

  
 ⁠

খবর পেয়ে অনেকেই তাঁদের অভিনন্দন জানিয়েছেন। ওই মহিলাদের মধ্যে রাধা নামে একজন জানিয়েছেন, “আমরা খুবই খুশি। এবার আমরা সবাই আমাদের সমস্যাগুলোর সমাধান করতে পারব”। তবে এই নতুন নয়। এর আগেও তারা একবার এইভাবে একসঙ্গে লটারি কেটেছিলেন। সেইবার সাত হাজার টাকা জিতেছিলেন তারা।