ঘর থেকে উদ্ধার ১১ ফুট লম্বা কিং কোবরা ! ভিডিও দেখে শিউরে উঠলো নেট দুনিয়া

Avatar

Published on:

ঘর থেকে উদ্ধার ১১ ফুট লম্বা কিং কোবরা ! ভিডিও দেখে শিউরে উঠলো নেট দুনিয়া

সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম করা ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, ঘর থেকে হিস হিস শব্দ শুনতে পাচ্ছিলেন সদস্যরা। এরপরেই সন্দেহ হওয়ায় একটু খুঁজে দেখতেই ঘর থেকে বেরোয় ১১ ফুট লম্বা কিং কোবরা। সম্প্রতি এমন ঘটনাই ঘটল ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। ভয়ে সিঁটিয়ে যান সকলে।

   
 ⁠

সেই দৃশ্য দেখামাত্রই ভয়ে কুঁকড়ে যান বাড়ির কর্তা শ্রীকান্ত মোহান্তি। সঙ্গে সঙ্গে খবর দেন বন দপ্তরকে। বনদফতরের কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে সাপটিকে বাগে আনেন। তারপর ডুকরা ওয়াইল্ড লাইফ রেঞ্জে তাকে ছেড়ে দেওয়া হয়।

  
 ⁠

কিছুদিন আগেও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল বস্তার নীচে গিজগিজ করছে একগাদা সাপ। লেজ বের করে কুন্ডলিকৃত হয়ে রয়েছে সাপগুলি। সব একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। বস্তা তোলার সঙ্গে সঙ্গেই তারা আরও গুটিয়ে যায়। এক সমাজকর্মী মুরারি লাল এই ভিডিও শেয়ার করেছিলেন।
সাপ গুলোকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।