শুরু হয়ে গেল ৩০তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। বুধবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন অভিনেতা, সাংসদ শত্রুঘ্ন সিনহা। এবছর ২১টি দেশের ১৭৫টি ছবি দেখানো হবে। ফোকাস কান্ট্রি ফ্রান্স। সেখানকার ২১টি ছবি জায়গা পেয়েছে এই উৎসবে।ডোনা গঙ্গোপাধ্যায়ের দলের নাচ দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এদিন সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই চলচ্চিত্র উৎসব এই পর্যায়ে পৌঁছেছে। ‘সড়ক থেকে সংসদ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামবহুল এই দীর্ঘ যাত্রাকে কুর্নিশ জানান অভিনেতা। কলকাতার সঙ্গে তাঁর সম্পর্কের কথাও উল্লেখ করেন। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।
ফেস্টিভ্যাল চেয়ারম্যান পরিচালক গৌতম ঘোষকে বিশেষ ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানের দুই সঞ্চালক অভিনেতা যিশু সেনগুপ্ত এবং অভিনেত্রী সাংসদ জুন মালিয়াকে।
আবহসঙ্গীতে ছিল মুখ্যমন্ত্রীর লেখা গান। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে কালজয়ী বাংলা ছবি দেখতে পাবেন। এবারের উদ্বোধনী ছবি পরিচালক তপন সিংহের ‘গল্প হলেও সত্যি’। এদিন টলিউডের একঝাঁক শিল্পী-কলাকুশলীকে সংবর্ধনা জানানো হয় মঞ্চে।