৭০তম জাতীয় চলচ্চিত্র উৎসবে বাংলার জয়জয়কার! কোন কোন খাতে এল পুরস্কার?

Avatar

Published on:

৭০তম জাতীয় চলচ্চিত্র উৎসবে বাংলার জয়জয়কার! কোন কোন খাতে এল পুরস্কার?

৭০ তম জাতীয় চলচ্চিত্র উৎসবে বাংলার জয়জয়কার। একাধিক পুরস্কার এল বাংলা ইন্ডাস্ট্রির ঝুলিতে। বাংলা ছবির পাশাপাশি পুরস্কৃত হচ্ছেন বাংলার একঝাঁক তারকা। পরিচালক থেকে অভিনেতা সকলেই রয়েছেন এই তালিকায়।

সেরা বাংলা ছবি হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত কাবেরী অন্তর্ধান। সেরা মেক আপ এবং প্রোডাকশন ডিজাইননের পুরস্কার জিতে নিল অপরাজিত। সেরা সঙ্গীত পরিচালক হলেন প্রীতম চক্রবর্তী । সেরা প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং ব্রহ্মাস্ত্র ছবির জন্য।

   
 ⁠

সেরা অভিনেতা হয়েছেন ঋষভ শেট্টি কান্তারা ছবির জন্য। সেরা অভিনেত্রী হলেন নিত্যা মেনন, মানসী পারেখ। সেরা পরিচালরক সুরদ বারজাতিয়া। উঁচাই ছবির জন্য সেরা অভিনেত্রী (পার্শ্বচরিত্র) হিসাবে পুরস্কৃত নীনা গুপ্তা।

  
 ⁠

সেরা হিন্দি ছবি গুলমোহর। সেরা তেলুগু ছবি কার্তিকে ২, সেরা তামিল ছবি পোন্নিয়িন সেলভান ২, সেরা মারাঠি ছবি ভালভি, সেরা কন্নড় ছবির পুরস্কার পেল কেজিএফ ২।