আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও ১০ ঘণ্টা ডিউটি! এই আইপিএস অফিসারকে কুর্নিশ সকলের

Avatar

Published on:

আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও ১০ ঘণ্টা ডিউটি! এই আইপিএস অফিসারকে কুর্নিশ সকলের

যেকোনও পরিস্থিতিতেই কর্তব্যে অবিচল থাকার শপথ নিয়ে কাজে যোগ দেন পুলিশকর্মীরা। এবার সেই বিষয়টিই যেন প্রমাণ করলেন পুলিশ সুপার নিবেদিতা নায়ডু। আট মাসের অন্তঃসত্ত্বা নিবেদিতা মধ্যপ্রদেশের উমরিয়ার পুলিশ সুপার। ভোটের পরেও জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নিজের কাঁধেই দায়িত্ব তুলে নিয়েছেন তিনি।

২০১৬ সালের আইপিএস ব্যাচে পাশ করেন নিবেদিতা। উমরিয়ার পুলিশ সুপারের দায়িত্ব সামলাচ্ছেন গত বছরের আগস্ট থেকে। গতবারের বিধানসভা থেকে এবারের লোকসভা তাঁকে দেখা গেছে সদা সক্রিয়। মাতৃত্বকালীন ছুটি দিলেও যখন যেখানে প্রয়োজন সেখানেই পৌঁছে গেছেন তিনি।

   
 ⁠

নাকাতল্লাশি থেকে শুরু করে ময়দানে নেমে জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে নজরদারি সবটাই করছেন সশরীরে। দিনে ১০ ঘন্টাই কাজের মধ্যে থাকছেন তিনি। এসপি ম্যাডামকে যেন ক্লান্তি ছুঁতে পারে না, এমনটাই জানাচ্ছেন সহকর্মীরা।

  
 ⁠

নিবেদিতার সহকর্মীরা আরও জানান, দিনের পাশাপাশি রাতেও প্রয়োজন মত কাজে বেরিয়ে পড়ছেন তিনি। কোথাও কোনও খবর পেলেই দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হচ্ছেন সশরীরে। মাতৃত্বকালীন ছুটিও দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সেই সবের তোয়াক্কা না করে কর্তব্যে অবিচল তিনি। তাঁর এই কর্তব্যপরায়ণতাকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।