গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। হাসপাতালে ভর্তি হওয়ার ঠিক তিনদিন পর চিকিৎসকরা জানালেন কেমন আছেন অভিনেত্রী। কী হয়েছে তাঁর সেই কথাও জানিয়েছে ,৩ সদস্যের চিকিৎসকের দল।
চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ভালো নেই সন্ধ্যা রায়, আশঙ্কা কাটেনি। বুক ধড়ফড় শুরু হয় প্রবীণ অভিনেত্রীর। সঙ্গে শ্বাসকষ্ট, সারা শরীরে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হন। হার্টে সমস্যা রয়েছে তাঁর। এখনও কড়া পর্যবেক্ষণে রাখতে হবে।
সূত্রের খবর, শনিবার বর্ষীয়ান অভিনেত্রীর হঠাৎই বুকে অস্বস্তি বোধ হয়। তিনি ফোন করেন সহকারীকে। তিনি এসে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করেন। আপাতত কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে অভিনেত্রীকে।
সন্ধ্যা রায়ের সহকারী জানান, তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন কথা বলার মতো অবস্থায় নেই বর্ষীয়ান অভিনেত্রীর। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হয়ে মেদিনীপুরের সাংসদ হন সন্ধ্যা রায়। ৭৯ বছরের বর্ষীয়ান অভিনেত্রীকে খুব একটা এখন পর্দায় দেখা যায় না। মায়া মৃগ’, ‘পলাতক’, ‘গণদেবতা’, ‘বাঘিনী’, ‘অশনী সংকেত’, ‘দাদার কীর্তি’, ‘ভ্রান্তিবিলাস’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ঠগিনী’, ‘রাহগির’, ‘নবাব’, ‘সত্য মিথ্যা’ ‘বাবা তারকনাথ’-এর মত একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি।