ফোনে আসক্ত সন্তান? এই উপায় অবলম্বন করেই সমস্যা মেটান

Published on:

ফোনে আসক্ত সন্তান? এই উপায় অবলম্বন করেই সমস্যা মেটান

মোবাইলে আসক্ত হয়ে পড়েছে সন্তান? কোনও ভাবেই কি আর তার মন ঘোরানো যাচ্ছে না? তাহলে কয়েকটা টিপস মেনে চললেই আপনি এই সমস্যার থেকে সমাধান পেতে পারেন। আজকালকার বাচ্চারা সারাক্ষণই ফোনে বুঁদ হয়ে থাকে। এর থেকে তাঁদের বের করতে গিয়ে নাজেহাল অবস্থা হয় বাবা মায়েদের। মস্তিষ্কের সঙ্গে চোখেরও ক্ষতি হয় লাফিয়ে।

অনলাইন, অফলাইন- দুই ধরনের গেমেরই চাহিদা আজ তুঙ্গে। এমনকী ছোটদের মধ্যে অনেকে এক রকম পড়াশোনা শিকেয় তুলে দিন রাত ফোনে গেম খেলে যাচ্ছে। যার প্রভাব পড়ছে তাদের দৈনন্দিন জীবনেও। বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে বেশ কিছু পন্থা অবলম্বন করা যেতে পারে। এতে বাচ্চার ফোনের প্রতি আসক্তি কমবে খানিকটা হলেও।

   
 ⁠

শিশুদের সামনে বেশি মোবাইল ঘাটবেন না। ফোনে অফিসের কাজ থাকলেও তা খানিকটা দূরে গিয়েই করুন। পাশাপাশি সন্তানদের থেকেও মোবাইল দূরে রাখুন। পড়াশোনার কোনও কাজ ছাড়া তাদের হাতে মোবাইল বা ট্যাব দেবেন না।

  
 ⁠

সন্তানকে অন্যান্য শারীরিক কাজে সক্রিয় করে রাখুন। বাড়িতে বড়দের সঙ্গে কাজের সাহায্য করা, এছাড়া অন্যান্য এক্টিভিটি যেমন ছবি আঁকা, নাচ-গান, ঘর পরিষ্কার ইত্যাদি কাজে সন্তানকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। এতে মোবাইলের প্রতি আসক্তি কমবে।

এখনকার বাচ্চাদের গণ্ডি বেঁধে দেওয়া হয়েছে ওই স্কুল, টিউশন এবং বাড়ির মধ্যে। বাইরে খেলতে যাওয়ার প্রায় সময় পায় না তারা। কিন্তু রোজ সময় করে বিকেল বেলা হলেও তাকে বাইরে নিয়ে গিয়ে খেলাধুলা করান। ধীরে ধীরে ক্রিকেট, ফুটবল, টেনিস এবং ব্যাডমিন্টনের মতো আউটডোর গেমসের দিকে ছেলে-মেয়ের ঝোঁক বাড়ান। তাতেই সুফল পাবেন। এতে যেমন শরীর ভালো থাকবে তেমন ফোনের থেকেও দূরে থাকবে।।