বৃষ্টি মানেই কি চামড়ার জুতোকে টাটা বলার সময়? কারণ বৃষ্টিতে যদি একবার চামড়ার জুতো ভিজে যায় তাহলে তাকে শুকোতে গিয়ে নাজেহাল অবস্থা হতে হয়। এদিকে জুতো যে বেশিদিন তুলে রেখে দেবেন সেই উপায়ও নেই। কারণ বর্ষায় জুতো এই ড্যাম পড়ে গিয়ে তার অবস্থা হয়ে যাবে আরও সঙ্গিন। তাহলে এই অবস্থায় কী করনীয়? বৃষ্টির হাত থেকে চামড়ার জুতোকে কিভাবে রক্ষা করবেন? রইল কিছু টিপস
প্রথমত বর্ষায় চামড়ার জুতোকে নিয়মিত পালিশ করতে হবে। এর ফলে জুতোর উপরে কাদা জল জমতে পারবেনা। একটু খরচ করে যদি জুতোতে শ্যু ওয়াক্সিং করানো যায় তাহলে জুতো অনেকখানি বর্ষায় সুরক্ষিত থাকে। এরপর পালিশ করিয়ে নিলেই জুতো একেবারে ঝকঝকে।
এখন দোকানে ওয়াটার প্রুফ শ্যু স্প্রে পাওয়া যায়। হঠাৎ বর্ষার আগমনে জুতোয় লাগিয়ে নিলেই কেল্লাফতে। তবে স্প্রে প্রয়োগে জুতোর রঙ বদলানোর সম্ভাবনা থাকে। সেটা মাথায় রেখেই স্প্রে বেছে নিন। আবার জুতো ভিজে গিয়ে দুর্গন্ধ বের হয়। সেক্ষেত্রে একটা ছোট্ট কাপড় ভিনিগারে ভিজিয়ে জুতোর ভিতরটা ভালো করে মুছে নিন। এতে দুর্গন্ধ দূর হবে।
জুতো ভিজে গেলে আমরা অনেক সময় ড্রায়ার দিয়ে শুকনো করি। এটা ভুলেও কখনো করবেন না। এতে জুতো এবড়ো খেবড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বাড়তি জল ঝরিয়ে ফেলার পর জুতো শুকোতে কাগজ বা কাপড় ব্যবহার করুন। তাতে চামড়ার ভিতরের জল শুষে নেবে।