কারও কিছু বলার অধিকার নেই! মেয়ের ধর্মান্তরিত হওয়ার প্রশ্নে মেজাজ হারালেন শত্রুঘ্ন

Avatar

Published on:

কারও কিছু বলার অধিকার নেই! মেয়ের ধর্মান্তরিত হওয়ার প্রশ্নে মেজাজ হারালেন শত্রুঘ্ন

মুসলিম ধর্মের ছেলে জাহির ইকবালকে বিয়ে করেছেন সোনাক্ষী। এরপরেই বারবার প্রশ্ন উঠছে ধর্ম পরিবর্তন করবেন কিনা শত্রুঘ্ন কন্যা। এই নিয়ে আগেই মুখ খুলেছিলেন জাহিরের বাবা। এবার এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে জবাব দিলেন শত্রুঘ্ন সিনহা।

বিহারী বাবু বলেন, “সোনাক্ষী-জাহির কোনও অন্য়ায় করেনি। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কারও কিছু বলার অধিকার নেই। যাঁদের কোনও কাজ নেই। তাঁরাই এমন বলে থাকে।যাকে ভালোবেসেছে, তাঁকেই বিয়ে করছে। একে লাভ জিহাদ বা অন্য কিছুর নাম দেওয়া অনুচিত। তাই ওসবে পাত্তা না দেওয়াই ভালো”।

   
 ⁠

জানা গিয়েছে হিন্দু বা মুসলিম রীতি মেনে নয় বরং স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করেছেন তাঁরা। ধর্মান্তরিত হওয়ার প্রসঙ্গে জাহিরের বাবা জানিয়েছিলেন, “যা রটেছে তা একেবারেই ঠিক নয়। সোনাক্ষী একেবারেই ধর্ম পরিবর্তন করছে না। দুটো মনের মিল হচ্ছে। ধর্ম এখানে কোনও প্রতিবন্ধকতাই নয়। আমি মনুষ্যত্বে বিশ্বাস করি। হিন্দুরা যাকে ভগবান মনে করেন ইসলাম ধর্মাবলম্বীদের কাছে তিনিই আল্লাহ। দিনের শেষে আমরা সবাই মানুষ। জাহির ও সোনাক্ষীকে আমার অনেক অনেক আশীর্বাদ”।

  
 ⁠

এদিকে অভিনেত্রীর মামা পহলাজ নিহালানি বলেছিলেন, “আজকালের বাচ্চারা তাঁদের নিজের সিদ্ধান্ত নেন, তাতেই পরিবারের খুশি হওয়া উচিত। তবে বিয়ের গুরুত্বপূর্ণ বিষয় হল তাঁর যেন দাম্পত্য জীবনে সুখী হন”৷ এরপরেই তার সংযোজন, “আমার আশীর্বাদ রয়েছে ওদের সঙ্গে। অবশেষে তারা বিয়ে করছেন। আমি তাঁর মঙ্গলকামনা করছি৷”