সারাদিনের অফিস, কর্মব্যস্ততা সামলে ঘরের খুঁটিনাটির দিকে আর নজরই দেওয়া হয় না। এতেই অবহেলায় নোংরা হতে থাকে ঘর। যা দেখতে ভালো লাগে না কারোরই। কিন্তু ঘর পরিষ্কার করতে বসা মানেই সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু সহজ কয়েকটা টিপস অবলম্বন করলে মুহূর্তেই ঘর হবে ঝাঁ চকচকে। কর্মরত মহিলারা এই টিপস অবলম্বন করে সহজে এই ঘরকে রাখতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন।
প্রথমত, এক দিনেই গোটা বাড়ি পরিষ্কার করার চাপ নেবেন না। ভাগ করে নিতে হবে কোন দিন কোনটা পরিষ্কার করতে হবে। সেইমত একদিন রান্নাঘর, একদিন শোবার ঘর এবং একদিন ডাইনিং পরিস্কার করার জন্য রুটিন তৈরি করে ফেলুন। এরপর সেই রুটিন অনুযায়ী সংশ্লিষ্ট ঘর পরিষ্কারের কাজে হাত দিন।
অন্য একদিন ঘর পরিষ্কার করার পর যে সমস্ত ধোয়ার জিনিস বেরোবে সেগুলোতে হাত দিন। যে সমস্ত ময়লা জামা কাপড় বিছানার চাদর ঘর পরিষ্কারের পর বেরোবে, সেগুলোকে রেখে দিয়ে অন্য একটি ছুটির দিন দেখে সেই কাপড়চোপড় ধুয়ে ফেলুন।
ধুলো ঝাড়ার ক্ষেত্রে কাঠের আসবাবপত্রে কখনোই ভেজা কাপড় দিয়ে মুছবেন না। আগের শুকনো সুতির কাপড় বা ঝুল ঝাড়ু দিয়ে ধুলো ঝেড়ে ফেলুন, এরপর একটি পরিষ্কার কাপড় নিয়ে মুছে নিন । আয়না পরিস্কারের জন্য গ্লাস ক্লিনার বা জলে সামান্য শ্যাম্পু দিয়েও পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে কাচ মুছে দিন। পেপার বা কাগজ ভেজিয়ে মুছলেও ভালো পরিষ্কার হয়। এতে দাগ হবে না এবং আয়না ঝকঝকে দেখাবে।