নিজেকে ৮০ টাকার ক্রেতা বলে আখ্যা! রাস্তার পাশে দোকানে গিয়ে একী কাণ্ড ঘটালেন সোনু সুদ?

Published on:

উত্তপ্ত বাংলাদেশে আটকে ভারতীয়রা! ফেরানোর উদ্যোগ নিলেন সোনু সুদ

করোনা কাল থেকে শুরু করে করমন্ডল বিপর্যয় যেকোনো সমস্যায় দুস্থদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সনু সুদ। এছাড়াও একাধিক অনাথ শিশুদের দায়িত্ব নেওয়ার মত মানবিক কাজ করতেও দেখা গিয়েছে এই বলিউড অভিনেতাকে। এবার নিজেকে ৮০ টাকার ক্রেতা বলে আখ্যা দিলেন তিনি। কেন নিজেকে নিয়ে এমন মন্তব্য অভিনেতার?

সম্প্রতি ‘আস্ক মি এনিথিং’ বলে টুইটারে এক প্রশ্নউত্তর পর্ব শুরু করেছেন সনু সুদ। সেখানেই অনুরাগীদের সমস্ত রকম প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তিনি। আড্ডাও দেন ভক্তদের সঙ্গে। এক অনুরাগী তাঁকে প্রশ্ন করে বসে, তিনি কি সত্যিই ‘ভগবান’? নিজেকে কী মনে করেন সোনু?

   
 ⁠

এক মুহুর্তও না ভেবে সঙ্গে সঙ্গে জবাব দেন সনু। সাফ জানিয়ে দেন, তিনি ভগবান নন, সাধারণ মানুষ। তাঁর কথায়, “দেশের আর পাঁচজন সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রাখতে চেষ্টা করি মাত্র। মানুষের মধ্যে নিজেকে খুঁজে পাই। এতেই আমার সুখ।”

  
 ⁠

মুম্বইয়ে রাস্তার পাশে একটি ঝুপড়ি পাইস হোটেলে খেতে যান তিনি। সেখানের মালকিন ওই মহিলার থেকে জানতে পারেন নিরামিষ ভাত ৮০ টাকা এবং আমিষ খাবার ১২০ টাকা। সোনু নিরামিষ ভাত খান। এরপরেই হাসতে হাসতে নিজেকে ৮০ টাকার ক্রেতা বলে সম্বোধন করেন। যদিও ওই মহিলা জানান তিনি টাকা নেবেন না। সোনুর জন্য পুরো খাবারটাই বিনামূল্যে।