টলি ইন্ডাস্ট্রিটে যে কজন অভিনেত্রী নিজের শর্তে বাঁচেন তাদের মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র। কোনও কালেই সমালোচকদের পাত্তা দেননি তিনি। বরং নিন্দুকদের তোয়াক্কা না করেই নিজের মত করে জীবনকে উপভোগ করছেন অভিনেত্রী। এবার নিজের মতামত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী।
মুকেশ আম্বানির ছেলের বিয়েতে বসেছে চাঁদের হাট। হলিউড থেকে বলিউড বাকি নেই কেউ সেখানে আমন্ত্রণ পেতে। টলিউডের একঝাঁক তারকাও নিমন্ত্রণ পেয়েছেন সেখানে আর এই নিয়েই ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, “নোংরা এগজিবিশন চলছে। মানুষ সেগুলোই গিলছে। আমাদের এখানের তারকারা ভাড়া করা পোশাক আর গয়না পরে ছবি তুলে বোঝাচ্ছে তাঁরা ভিভিআইপি। আর কিছু মানুষ তাঁদের দেখে বলছে বাঙালি হিসেবে ‘গব্বো’ বোধ হচ্ছে। এবার আমার মনে হয় যাওয়ার সময় হয়ে গিয়েছে… বিয়ের সার্কাসে নয় স্বর্গে। পার্সোনাল ডিগনিটি বলে আর কিছু রইল না। সবার হাতে কালারড ব্রেসলেট লক্ষ্য করবেন, তাতে নির্ধারিত আপনি কোন এরিয়া অবধি যেতে পারবেন। আর তারপর যেতে দেবে না”।
নয় নয় করেও প্রায় ৩০ বছর কাটিয়ে ফেলেছেন তিনি ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যেই হাফ সেঞ্চুরি পার করেছেন অভিনেত্রী। বয়স কখনোই তাঁর কাছে বাধা হয়ে দাঁড়ায় নি। নিজের শর্তে নিজের মত করে বাঁচেন তিনি। চেহারা নিয়ে কটাক্ষ জুটলেও তাঁকে তেমন পাত্তা দেননি কোনও কালেই। বরং দিব্যি স্টাইল স্টেটমেন্ট মেনটেন করে গিয়েছেন।