হেলায় কোটি টাকার চাকরির প্রস্তাব ফেরালেন যাদবপুরের পড়ুয়া! কারণ জানলে অবাক হবেন

Published on:

হেলায় কোটি টাকার চাকরির প্রস্তাব ফেরালেন যাদবপুরের পড়ুয়া! কারণ জানলে অবাক হবেন

মোটা মাইনের চাকরি পেয়েও হেলায় ফেরালেন যুবক। কারণ জানলে অবাক হবেন। বর্তমান সময়ে যখন চাকরির জন্য হাহাকার অবস্থা ঠিক তখনই এত ভালো চাকরির প্রস্তাব কেন ফিরিয়ে দিলেন বাগুইআটির বাসিন্দা আয়ুষ শর্মা? কিন্তু আসল কারণ জানার পর সকলেই ধন্যি ধন্যি করছেন এই ছেলেকে।

ক্যালকাটা পাবলিক স্কুল থেকে পাশ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আইটি বিভাগে ভর্তি হয় আয়ুষ। বাবা বীমা কোম্পানির কর্মী। মা গৃহবধূ। অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে সে। এত বড় চাকরি তাঁদের কাছে হাতে চাঁদ পাওয়ার সমান। মেধার জোরেই সুদূর আমেরিকা থেকে তার চাকরি এল। কিন্তু সেই প্রস্তাব কেন ফেরালেন তিনি?

   
 ⁠

জানা গিয়েছে, বাড়িতে বাবা মা একলা থাকবে বলে আয়ুষ এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন। চাকরি নাকি পরিবার এই দ্বন্দ্বের মাঝে না পড়ে গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে এসেছে বাগুইআটির আয়ুষ শর্মা। বাবা-মাকে একলা করে তিনি চলে যেতে চাননি বিদেশে।

  
 ⁠

বর্তমানে, বাৎসরিক ২৪ লাখ টাকার প্যাকেজে ওয়ার্নার্স ব্রাদার্সে চাকরি করেন তিনি। এক্ষেত্রে চাকরিস্থল ব্যাঙ্গালোর। তাঁর কথায়, যাই হোক দেশের মধ্যে চাকরি করছেন এটাই মানসিক শান্তি। বাবা মায়ের কিছু হলে অল্প সময়ের মধ্যেই এসে পৌঁছতে পারবেন তিনি।