অভিনেতা না হয়েও মহানায়ক সম্মান পেতেই কটাক্ষের ঝড়! মোক্ষম জবাব দিলেন নচিকেতাও

Avatar

Published on:

অভিনেতা না হয়েও মহানায়ক সম্মান পেতেই কটাক্ষের ঝড়! মোক্ষম জবাব দিলেন নচিকেতাও

মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর কেটে গিয়েছে ৪৪টা বছর। বুধবার তাঁর মৃত্যুদিনে একগুচ্ছ তারকাকে দেওয়া হল মহানায়ক পুরষ্কার। এদিন ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার তুলে দেন। এদের মধ্যেই ছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তী। তিনি অভিনেতা না হয়েও এই চলচ্চিত্র সম্মান পেয়েছেন। পুরস্কার পেয়ে অভিভূত তিনি। কিন্তু এরপরেই শুরু হয়েছে কটাক্ষ।

নচিকেতা অভিনেতা নন, গায়ক। কিন্তু তা সত্ত্বেও কীভাবে তিনি এই পুরস্কার পান সেই নিয়ে প্রশ্ন উঠেছে। এর জবাব অবশ্য দিয়েছেন তিনি। তাঁর কথায়, “অভিনয় যেমন শিল্প, গানও শিল্প। তাই মহানায়ক সম্মান আমাকে দেওয়া হয়েছে। এই সম্মান এমন যে কোনও শিল্পীই পেতে পারেন যিনি কোনও শিল্পে পারদর্শী। আর তাছাড়া আমি তো অভিনয় করেছি। ৩ থেকে ৪ টি ছবিতে আমি নচিকেতা হয়েই অভিনয় করেছি। তাতে গান গেয়েছি”। পুরস্কার পেয়েই তিনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

   
 ⁠

যারা রাজ্য সরকারের তরফে আয়োজিত হল ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠানে চার দশকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মহানায়ক সম্মান পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী। রুক্মিণী মৈত্র, শুভাশিস মুখোপাধ্যায়। ২৩ জন অভিনেতা-অভিনেত্রীকে মহানায়ক সম্মান জানানো হয়েছে। ৪১ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরা সম্মান জানানো হয়েছে। ১৪১ জনকে বিশেষ চলচ্চিত্র সম্মান দেওয়া হয়েছে। ২১ জনকে সারা জীবনের অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে।

  
 ⁠

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “খুব ছোটবেলায় মায়ের সঙ্গে উত্তম কুমারের সিনেমা দেখেছি। তাঁর ছবির গান শুনেছি। আমাদের সবার হৃদয়ে রয়েছেন তিনি। বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন উত্তম কুমার”।