ওঁকে দেখে অভিনয় শিখেছি…. কেরিয়ারের মধ্য গগনে এসে সাফল্যের জন্য কাকে কৃতজ্ঞতা জানালেন শুভাশিস?

Published on:

ওঁকে দেখে অভিনয় শিখেছি.... কেরিয়ারের মধ্য গগনে এসে সাফল্যের জন্য কাকে কৃতজ্ঞতা জানালেন শুভাশিস?

মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর কেটে গিয়েছে ৪৪টা বছর। বুধবার তাঁর মৃত্যুদিনে একগুচ্ছ তারকাকে দেওয়া হল মহানায়ক পুরষ্কার। এদিন ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার তুলে দেন। এদের মধ্যেই ছিলেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। পুরস্কার পেয়ে অভিভূত তিনি। মহানায়কের নামাঙ্কিত অনুষ্ঠানে এই বর্ষসেরা অভিনেতার সম্মান পাওয়াটা ভীষণই গর্বের তাঁর কাছে।

পুরস্কার পেয়েই শুভাশিস ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই সম্মান পেয়েছি যেটা ভীষণই ভালোলাগার। সবচেয়ে বড় পাওয়া এমন মানুষের নামাঙ্কিত অনুষ্ঠানে এই পুরস্কার, যাঁকে দেখে বড় হয়েছি। অভিনয় শিখেছি। তিনি একটা অধ্যায়। দর্শক থেকে অভিনেতা-অভিনেত্রী সকলর হৃদয়েই তিনি আজও আষ্ঠেপৃষ্ঠে বেঁধে রয়েছেন। আজও তাঁর অভিনয় দেখে কাজ শিখি। এটা তাই একটা বড় পাওনা”।

   
 ⁠

অভিনেতার সংযোজন, “আমি আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একই মঞ্চে দাঁড়িয়ে এই পুরস্কার গ্রহণ করলাম। ও আমার খুব ভালো বন্ধু। একটা সময় কেরিয়ারে খুব সাহায্যও করেছে আমায়। ওঁর সঙ্গেই মহানায়কের নামাঙ্কিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেছি, এটা খুব বড় পাওনা”।

  
 ⁠

এইবছর রাজ্য সরকারের তরফে আয়োজিত হল ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠানে চার দশকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মহানায়ক সম্মান পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী। রুক্মিণী মৈত্র, শুভাশিস মুখোপাধ্যায়। ২৩ জন অভিনেতা-অভিনেত্রীকে মহানায়ক সম্মান জানানো হয়েছে। ৪১ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরা সম্মান জানানো হয়েছে। ১৪১ জনকে বিশেষ চলচ্চিত্র সম্মান দেওয়া হয়েছে। ২১ জনকে সারা জীবনের অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “খুব ছোটবেলায় মায়ের সঙ্গে উত্তম কুমারের সিনেমা দেখেছি। তাঁর ছবির গান শুনেছি। আমাদের সবার হৃদয়ে রয়েছেন তিনি। বাংলার সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছেন উত্তম কুমার”।