আমি কীভাবে এই চরিত্রে… ভাবতে পারছিলাম না! নিজের এই কাজেই হতবাক দর্শনা

Published on:

আমি কীভাবে এই চরিত্রে... ভাবতে পারছিলাম না! নিজের এই কাজেই হতবাক দর্শনা

পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের আগামী ছবি ‘যমালয়ে জীবন্ত ভানু’তে সুচিত্রা সেনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দর্শনা বণিককে। অনেকেই ভেবেছিলেন এই চরিত্রে হয়তো মহানায়িকার নাতনি রাইমা সেনকে দেখা যাবে। কিন্তু দর্শনার ছবি প্রকাশ পেতেই আলোচনা শুরু হয়। এই চরিত্রে অভিনয় করা মোটেই সহজ নয়। আইকনিক চরিত্রে কাজ করার অভিজ্ঞতা জানালেন দর্শনা।

অভিনেত্রী বলেন, “সুচিত্রা সেনের চরিত্রে অভিনয়, আমার জীবনের বড় পাওয়া বলা চলে। তবে চরিত্রটায় নিজেকে কী ভাবে ফুটিয়ে তুলব, সেটা ভেবে খুব ভয় লাগছিল। এমন একজন অভিনেত্রী তাঁকে নিয়ে কোনওরকম ভুল হলে, জাস্ট ভাবতে পারছিলাম না”। তিনি টিম মেম্বারদের ধন্যবাদ জানিয়ে বলেন, “সোমনাথ কুণ্ডু, সন্তোষী সাহা ও পৌলমী গুপ্ত এঁরা সবাই মিলে টিমওয়ার্ক করে যে কাজটা করেছে সেটা ব্রিলিয়ান্ট। পুরোটা সাদা-কালো ফ্রেমে তুলে ধরা হয়েছে”।

   
 ⁠

ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন দর্শনা। জানাচ্ছেন, “আমি শাশ্বতদার সঙ্গে এর আগেও কাজ করেছি। দুর্দান্ত অভিজ্ঞতা বলা চলে। আমার সঙ্গেই এই ছবিতে প্রথম দৃশ্য শুট ছিল তাঁর। দাদা নিজেও খুব নার্ভাস ছিলেন। তার অন্যতম কারণ ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো একজনের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা তো আর চারটিখানি কথা নয়”।

  
 ⁠

ইতিমধ্যেই রাইমা সেন শুভেচ্ছা জানিয়েছেন দর্শনাকে। তিনি দর্শনার ছবিতে কমেন্ট করে লিখেছেন, “অনেক অনেক শুভেচ্ছা”। রাইমার থেকে শুভেচ্ছা অএয়ে আপ্লুত দর্শনাও। পাল্টা তিনিও লেখেন, “অনেক ভালবাসা। আর অনেক অনেক ধন্যবাদ”। এদিকে স্ত্রীকে এই চরিত্রে অভিনয় করতে দেখে খুশি সৌরভও।

মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু তাঁর এই লুক তৈরি করেছেন। তবে এই ছবি প্রকাশ পেতে কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে। একজন লেখেন, দর্শনা যা নয়, তার চেয়েও বেশি তাঁকে দেখানো হয়। এর প্রতিবাদ করে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন সৌরভ। সপাটে জবাব দিয়েছেন ওই জনৈক ব্যক্তিকে। ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনী নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।