চুলের সমস্যায় আমরা কম বেশি সকলেই জর্জরিত। বর্ষাকালে চুল পড়া হোক কিংবা চুলের গোড়া হালকা হয়ে যাওয়া একাধিক সমস্যায় নাজেহাল সকল মেয়েরাই। চুল পড়ার সমস্যা এড়াতে অনেকেই কারি পাতা, নারকেল তেল, মেথি ইত্যাদি ব্যবহার করেন। কিন্তু চুলের সমস্যা সমাধানে অ্যালোভেরাও দারুন উপকারী। কীভাবে ব্যবহার করবেন এই অ্যালোভেরা?
চুলের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে অ্যালোভেরা। স্ক্যাল্পের প্রদাহ দূর করে। চুল পড়া কমায় এবং খুশকি প্রতিরোধে সাহায্য করে। এছাড়া চুলে উপর সুরক্ষা কবচ হিসেবে সাহায্য করে। চুলে পুষ্টি জোগায়। চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি রুক্ষ ও ক্ষতিগ্রস্ত চুল পুনরুদ্ধারে সাহায্য করে।
অ্যালোভেরার মধ্যে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও স্যাপোনিনের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে। এই প্রাকৃতিক উপাদানে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। যা চুলকে মজবুত করতে সাহায্য করে।
চুল পড়ার সমস্যাকে দূর করতে অ্যালোভেরার তেল ব্যবহার করতে পারেন। ১ কাপ আমন্ড অয়েল কম আঁচে গরম করে নিন। এরমধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা অ্যালোভেরা জেল যোগ করুন। কয়েক মিনিট মিশ্রণটি ফোটানোর পর এতে রোজমেরির পাতা মিশিয়ে দিন। ঠাণ্ডা হলে কাঁচের শিশিতে ঢেলে সংরক্ষণ করুন।
স্নান করার ৩০ মিনিট আগে স্ক্যাল্প ও চুলে ভাল করে মালিশ করুন অ্যালোভেরার তেল। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলেই হাতে নাতে ফল পাবেন।