রাত পোহালেই স্বাধীনতা দিবস। ৭৭তম স্বাধীনতা দিবসে প্রত্যেক জায়গাতেই পতাকা উত্তোলন করা হবে। অনেকে বাড়িতেও পতাকা উত্তোলন করে থাকেন এই দিন। তবে জানেন কি উত্তোলন করার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। ২৬ জানুয়ারি এবং ১৫ আগস্ট এই দুইদিন পতাকা তোলার নিয়ম ভিন্ন।
স্বাধীনতা দিবসের দিন যেভাবে পতাকা উত্তোলন করা হয় প্রজাতন্ত্র দিবসের দিন কিন্তু সেভাবে পতাকা উত্তোলন করা হয় না। এই দুই ধরনের পতাকা উত্তোলন করার নিয়মের পেছনে রয়েছে এক বিশেষ কারণ। অনেকেই সেই কারণ জানেন না। আবার অনেকেই পতাকা হয়তো তোলেন ঠিক নিয়মে কিন্তু এর পেছনে অন্তর্নিহিত অর্থ তাদের অজানা।
১৫ আগস্ট এর পতাকা মুড়ে নিচ থেকে উপরে তোলা হয় এবং তারপর সেই পতাকা খোলা হয়। এটাকে ইংরেজিতে বলা হয় Hoist, অর্থাৎ উত্তোলন। পেছনে কারণ হল, ১৫ অগস্ট ১৯৪৭ সালে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই থেকেই এই নিয়ম চলে আসছে।
অন্যদিকে, প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারি ১৯৫০ সাল। ভারত ততদিনে স্বাধীন। পতাকা উত্তোলন ততদিনে হয়ে গিয়েছে। তাই এই দিনটিতে নতুন করে আর পতাকা তোলা হয় না। কেবল ভাঁজ করা থাকে, সেটা টেনে খুলে দেওয়া হয় ২৬ জানুয়ারি।