যেই রান্নাঘর আমাদের সব সময় ঝকঝকে রাখা উচিত সেই রান্না ঘরই নোংরা হয় সব থেকে বেশি। তবে রান্নাঘর পরিষ্কার থাকলে তা দেখতে যেমন ভালো লাগে তেমনই মনও ভালো থাকে। মাঝে মাঝে রান্না ঘরের ভোল পাল্টে ফেললে রান্নাঘর দেখতেও ভালো লাগ। তাহলে জেনে নিন সহজ উপায়ে কীভাবে চটজলদি রান্নাঘরের রূপ বদলে দেওয়া যায়।
রান্নাঘর পরিষ্কার করতে কম ভোগান্তি পোহাতে চাইলে কিছু ভুল এড়িয়ে চলা জরুরি। সাজানো গোছানো রান্নাঘরের জন্য কোন কোন ভুল এড়িয়ে চলবেন ও কোন কোন অভ্যাস আয়ত্ত করবেন সেগুলো জানলেই রান্নাঘর পরিষ্কার করা একেবারে আপনার হাতের মুঠোয় চলে আসবে।
রান্নাঘরের আলোর কারসাজি করতে পারেন। আলোর রোশনাই যে কোনও ঘরের ভোল বদলে ফেলতে পারে। তাই রান্নাঘরে কিছু নতুন লাইটের ব্যবস্থা করতে পারেন।
একটু অন্য ধরনের রং-বেরঙের রান্নার সরঞ্জাম কিনে সাজিয়ে রাখতে পারেন রান্নাঘরের দেওয়ালে। এতে রান্নাঘরের লুক বদলাবে। কিছু মানি প্ল্যান্টও রাখতে পারেন। কাচের বোতলে নকশা এঁকে তার মধ্যে মানি প্ল্যান্ট রাখলে দেখতে সুন্দর লাগে।
গোটা রান্নাঘরের রং করা খরচ সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে রংবেরঙের ওয়াল স্টিকার ব্যবহার করা যেতে পারে। রান্নাঘরের দেওয়ালে নানা রকম মজার পোস্টার বাঁধিয়ে রাখতে পারেন। বা পপ আর্ট পিসও রাখতে পারেন।