জাতীয় পুরস্কার কেকের উপর আইসিংয়ের মত! গুলমোহরের জন্য পুরস্কৃত শর্মিলা ঠাকুর

Published on:

জাতীয় পুরস্কার কেকের উপর আইসিংয়ের মত! গুলমোহরের জন্য পুরস্কৃত শর্মিলা ঠাকুর

গুলমোহরের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন শর্মিলা ঠাকুর। এই পুরস্কার পেয়েই নিজের অভিজ্ঞতার কথা জানালেন প্রবীণ অভিনেত্রী। রাহুল ভি চিটেল্লা পরিচালিত এই ছবি একটি পরিবারকে ঘিরে আবর্তিত হয়েছে । যেখানে দেখা গিয়েছে পৈতৃক বাড়ি বিক্রি করে দেওয়ার প্রস্তুতি চলছে।

পুরস্কার পাওয়ার কথা জানতে পেরেই শর্মিলা ঠাকুর বলেন, “এই পুরস্কার পেয়ে আমি অভিভূত। দর্শক প্রশংসার পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা কেকের উপর আইসিং এর মতো। এই ছবিটি দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছে এবং অনেকগুলি প্ল্যাটফর্ম থেকে এত পুরষ্কার পেয়েছে”।

   
 ⁠

তিনি আরও জানান, “স্বামী মনসুর আলি খান পতৌদি মারা যাওয়ার পরে, অনেক কিছু করার ছিল কিন্তু সময় ছিল না”। তিনি এই পুরস্কার গুলমোহরের গোটা টিমকে উৎসর্গ করেছেন।

  
 ⁠

ছবিতে শর্মিলা ঠাকুরের জ্যেষ্ঠ পুত্রের ভূমিকায় মনোজ বাজপেয়ীকে দেখা গিয়েছিল। তাঁর অভিনয়ও ছিল দুর্দান্ত। এখনও গোটা টিমের সঙ্গে তাঁর যোগাযোগ আছে বলে জানান তিনি। এছাড়াও বলেন, ভবিষ্যতে যদি গুলমোহরের মত ভালো স্ক্রিপ্ট তিনি পান তাহলে নির্দ্ধিধায় আবারও পর্দার সামনে আসবেন।