অবাক করবে যুবকের শিল্পকলা! ক্ষুদ্রতম চামচ বানিয়ে বিশ্বের দরবারে শিল্পী

Avatar

Published on:

অবাক করবে যুবকের শিল্পকলা! ক্ষুদ্রতম চামচ বানিয়ে বিশ্বের দরবারে শিল্পী

কলেজে পড়ার সময় থেকেই এক অদ্ভুত শখ তৈরি হয় বিহারের যুবক শশীকান্ত প্রজাপতির। অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিস তৈরিতে মন দেন তিনি। আর তার এই অধ্যবসায়ই তাঁকে আজ পৌঁছে দিয়েছে বিশ্বের দরবারে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে সে।

এবার প্রশ্ন হল কী বানিয়েছে সে। বিশ্বের ক্ষুদ্রতম কাঠের চামচ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই যুবক। চামচ টি এতই ছোট যে মাইক্রোস্কোপ ছাড়া একে দেখা যাবে না। চামচটি মাত্র ১.৬ মিমি অর্থাৎ ০.০৬ ইঞ্চি।

   
 ⁠

২০২২ সালে ২ মিলিমিটার দৈর্ঘ্যের চামচ তৈরি করেছিলেন নবরত্ন প্রজাপতি মূর্তিকর।প্রতিদিন ১০ ঘণ্টা অনুশীলন করেছেন তিনি। ১লা এপ্রিল শিল্পীর এই বিরল কর্মকাণ্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এ স্থান পায়।

  
 ⁠

কাঠ থেকে একটি চামচ তৈরি করা তুলনামূলকভাবে সহজ, কিন্তু বিশ্বের সবচেয়ে ছোট কাঠের চামচ তৈরি করা একটি অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং। শিল্পী শশীকান্ত প্রজাপতির তৈরি এই শিল্পকলা অবাক করতে বাধ্য।