আমাদের ইন্ডাস্ট্রিতে কেন ব্যবস্থা নেওয়া হয় না? হেমা কমিশনের রিপোর্টের উদাহরন টেনে প্রশাসনকে কড়া প্রশ্ন ঋতাভরির

Published on:

আমাদের ইন্ডাস্ট্রিতে কেন ব্যবস্থা নেওয়া হয় না? হেমা কমিশনের রিপোর্টের উদাহরন টেনে প্রশাসনকে কড়া প্রশ্ন ঋতাভরির

টলিউড ইন্ডাস্ট্রির অন্ধকার অধ্যায় নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় টলিউডকে ‘সুগার কোটেড ব্রথেল’ বলেও লিখলেন তিনি। কেন পদক্ষেপ নেওয়া হয়না এই বিষয় নিয়ে সেই বিষয়েও প্রশ্ন দেন তিনি।

ইনস্টাগ্রামে ঋতাভরি লেখেন, “হেমা কমিশনের রিপোর্ট মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্তার ঘটনাগুলোর পর্দা ফাঁস করে দিয়েছে। এই ঘটনা আমাকে ভাবতে বাধ্য করেছে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন কোনও পদক্ষেপ কেন নেওয়া হয় না”?

   
 ⁠

তাঁর আরও সংযোজন, “একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছে। আমার সঙ্গে আমার চেনা পরিচিতর সঙ্গেও এমনটা হয়েছে। নোংরা মন ও ব্যবহার নিয়ে নায়ক/প্রযোজক/পরিচালক দিনের পর দিন কাজ করে চলেছে। কোনও সমস্যাও হচ্ছে না। আবার আর জি করের নির্যাতিতার বিচার চেয়ে তাঁদের মোমবাতি হাতেও দেখা যাচ্ছে”।

  
 ⁠

একবার নয় বহুবার ইন্ডাস্ট্রির এই কালো অধ্যায় নিয়ে অনেকেই সরব হয়েছেন। কাজ দেওয়ার নাম করে বহু অভিনেত্রীকে কু প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। নামি দামি পরিচালকরাও কাঠগড়ায় উঠেছেন এই অভিযোগের নিরিখে। কিন্তু সময়ের সঙ্গে সব কিছুই ধামাচাপা পড়ে যায়।