আমার জরায়ু, ডিম্বাশয় যত দিন আছে…. শুধু তোর সঙ্গই চাই! কার উদ্দেশ্যে এই বার্তা স্বস্তিকার?

Published on:

বুড়ি বুড়ি ভাব চলে আসল! বিরূপ মন্তব্য আসতেই পাল্টা ধুইয়ে দিলেন স্বস্তিকা

আরজি কর ঘটনার পর আর পাঁচ জন মায়ের মতোই স্বস্তিকা মুখোপাধ্যায়ও চিন্তিত, উদ্বিগ্ন। মেয়ে অন্বেষা থাকে বিদেশে। পড়াশোনার পর সেখানেই চাকরি করেন। এবার মেয়ের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এক খোলা চিঠি লিখলেন তিনি।

বিদেশে পড়াশোনার পর সেখানেই চাকরি করছেন স্বস্তিকার মেয়ে। মাঝে মধ্যেই মেয়ের কাছে যান স্বস্তিকা। কিছু দিন আগে তিনি গিয়েছিলেন অনেক দিন মেয়ের সঙ্গে সময় কাটিয়ে এসেছেন। তবে ফিরে এসেই মেয়ের জন্য ফের ব্যাকুল মন। তাই তো সোশ্যাল মিডিয়ায় লিখে ফেললেন এক দীর্ঘ চিঠি।

   
 ⁠

স্বস্তিকা তাঁর সমাজ মাধ্যমের পাতায় লেখেন, “আমার হৃদয়, আমার সমস্ত হৃদয় জুড়ে শুধু তুই, আমার ফুসফুস, কিডনি,অন্ত্র সব তোর জন্য। আমার জরায়ু, ডিম্বাশয় যতদিন ছিল, সেটাও তোর… আমার মাংস, হাড়, পেশি, টিস্যু,নার্ভ, এমনকী ঐন্দ্রিয়ও শুধু তোর জন্য।” সেই সঙ্গে তিনি আরও লেখেন,”মাতৃত্বের সবচেয়ে সুন্দর ব্যাপার হল, তুমি আর নিজের নও, তুমি সন্তানের। তোকে ভালোবাসার জন্যই আমার বাঁচা। তুই যা হতে চাস, তুই যা করতে চাস সবকিছুকে বাস্তবায়িত করা”।

  
 ⁠

তাঁর সংযোজন, “আমি আছি, আমার সময় যতক্ষণ না ফুরোচ্ছে, তুই যা কিছু হারিয়েছিল তা পরিপূর্ণ করতে, যা কিছু গড়েছিস তা সযত্নে লালন করতে, আমি অন্য কোনও জীবন নয়, শুধু তোর সঙ্গই চাই। আবার যবে দেখা হবে, ততদিন সুরক্ষিত থাক, সুস্থ থাক, কঠিন সময়ে আমরা বেঁচে আছি। এইটুকুই আমার চাওয়া। আমার পুতুল, আমার বেবি, আমাকে মা হিসাবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। মনে রাখিস, আমি তোকে ভালোবাসি”।