ফারহান আখতারকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল ২০২১ সালে স্পোর্টস ড্রামা ‘তুফান’-এ এক বক্সারের চরিত্রে। এরপর দীর্ঘ বিরতি। কিন্তু ফের একবার অভিনয়ে ফিরছেন তিনি। নিজেই জানালেন অভিনেতা সেই কথা। আর এই খবরে রীতিমত উত্তেজিত তাঁর অনুরাগী মহল।
১৯৬২ সালের ভারত-চিন রেজ়াংলা উপত্যকার যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবির নাম ‘১২০ বাহাদুর’। ছবির একটি পোস্টার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ফারহান। সেখানে দেখা যাচ্ছে পর্বত শৃঙ্গে দাঁড়িয়ে রয়েছেন একা সৈনিক।
ক্যাপশনে তিনি লিখেছেন, “তাঁরা যা বলিদান করেছিলেন, কোনও দিন ভোলা সম্ভব নয়। মেজর শয়তান সিংহ ভাটি এবং ত্রয়োদশ কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির বীরগাথাকে আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমি গর্বিত”।
এদিকে ইতিমধ্যেই ডন ৩ নিয়ে জল্পনা চলছিলই। ফারহান জানান, “আমরা পরের বছর ডন ৩ এর শ্যুটিং শুরু করব”। জানা গিয়েছে, ‘সিংঘম এগেইন’-এর শুটিং শেষ করেই ‘ডন ৩’ ছবির কাজ শুরু করবেন। দেশ-বিদেশ মিলিয়ে মোট ৭ মাস ধরে চলবে এই ছবির শুটিং। এদিকে শুটিং শুরুর আগে কর্মশালা করা হবে বলে জানা গিয়েছে।