কন্যাকে আঁকড়ে ধরে দীপিকা! হাসপাতাল থেকে ভাইরাল দীপবীরের সদ্যজাতের ছবি

Published on:

প্রার্থনার ফল, কৃতজ্ঞতায় ভরুক হৃদয়! দিওয়ালিতে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন দীপবীর, কার মত দেখতে হল একরত্তিকে?

দুই থেকে তিন হয়েছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। শনিবার দু’জনই পৌঁছেছিলেন মুম্বইয়ের একটি প্রসিদ্ধ হাসপাতালে। সেখানেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এরপরেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। এবার জন্মের কয়েকদিনের মধ্যেই প্রকাশ্যে এল দীপবীরের কন্যার ছবি।

সকলেই ভেবেছিলেন হয়তো এত তাড়াতাড়ি কন্যার ছবি প্রকাশ্যে আনবেন না তারকা দম্পতি। কিন্তু একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। মুহূর্তে ভাইরাল হয়েছে সেই ছবি। কিন্তু এটি কি আদৌ সত্যিকারের ছবি? যদিও ছবি থেকে সদ্যজাতকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলে।

   
 ⁠

দেখা যাচ্ছে, একটি শিশুকন্যাকে নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন নায়িকা। একগাল হাসি। যা দেখে অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে। তবে এই ছবি সত্যি নয়। আসলে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ছবিটি তৈরি করা হয়েছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ইদানীং অনেক কিছুই হচ্ছে। যদিও এই ছবি দেখে অনেকটাই আন্দাজ করে যায় নায়িকার এটা আসল ছবি নয়।

  
 ⁠

রণবীর আগেই জানিয়েছিলেন তিনি আদুরে একটা মেয়ে চান। সেই আশা পূর্ণ হয়েছে দম্পতির। তবে পড়ে রণবীর বলেন, “মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছ-বিচার কি করি আমরা? না। তাই ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি। এবং তাই সেটাই মাথা পেতে নেব। ভালোবাসব নিজের জীবনের থেকেও বেশি”। রণবীর বলেছিলেন, ছেলে হোক অথবা মেয়ে— সন্তান হলে নাম রাখবেন শৌর্যবীর সিং।

ছয় বছরের সাংসারিক জীবন রণবীর- দীপিকার। তার আগেও ৬ বছরের প্রেম। প্রায় এক যুগ কাটিয়ে ফেলেছেন একসঙ্গে বলিউডের অন্যতম সুপারহিট জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। অভিনেত্রী বলেন, “আমাদের পেশায়, খ্যাতি ও যশের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা খুবই স্বাভাবিক। তবে আমার পরিবারের কোনও সদস্যই বাড়িতে আমাকে ‘তারকা’ বলে মনে করেন না। আমি ও রণবীর আমাদের সন্তানের মধ্যেও সেই বৈশিষ্ট্যগুলো দেখতে চাই”।