আমার জীবনের দেবদূত! ক্যান্সার জয়ী বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানালেন হিনা

Avatar

Published on:

আমার জীবনের দেবদূত! ক্যান্সার জয়ী বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানালেন হিনা

একজন ক্যান্সারের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন ইতিমধ্যেই। আর একজন তৃতীয় স্তরের লড়াই করছেন। মহিমা চৌধুরী এবং হিনা খান দুজনেই এই মারণ রোগের শিকার। এবার বন্ধু মহিমার জন্মদিনে শুভেচ্ছা জানালেন হিনা।

সামাজিক মাধ্যমে বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সংগ্রামের প্রথম দিন থেকে তাঁর পাশে রয়েছেন ‘পরদেশ’ নায়িকা। মহিমা চৌধুরীও স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। মহিমার সঙ্গে ছবি দিয়ে হিনা দেখেন, “আমার জীবনের দেবদূত। তিনিই আমার জীবনের অনুপ্রেরণা। মহিমার আগামী দিনগুলো আরও মহিমান্বিত হোক। এটাই প্রার্থনা”।

   
 ⁠

ক্যান্সার ধরা পড়ার পর থেকেই বিভিন্ন পর্যায়ের আপডেট অনুরাগীদের জন্য পোস্ট করেছেন হিনা। সদা হাস্যমুখেই দেখা গিয়েছে তাঁকে। স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন হিনা খান। তৃতীয় পর্যায়ে রয়েছেন এই মারণ রোগের। চিকিৎসা চলছে তার। কেমো নেওয়ার আগে নিজের চুল দান করেছিলেন অভিনেত্রী। সম্পূর্ণ ন্যাড়া হওয়ার ভিডিও দিয়েছিলেন। এবার জানালেন এই ক্যান্সারের মধ্যেই আরও এক রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে। মিউকোসাইটিস ধরা পড়েছে তাঁর।

  
 ⁠

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানান, “আমার জন্য প্রার্থনা করুন। কেমোথেরাপির আরও একটা পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে মিউকোসাইটিস। তবে আমি প্রতি পদে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি সেরে ওঠার জন্য। আপনাদের মধ্যে কেউ যদি এই রোগের সঙ্গে লড়াই করে থাকেন, তাহলে দয়া করে এর সঠিক সমাধানের উপায় বলে দিন আমায়।এটা খুবই কঠিন, যখন আপনি কিছুই খেতে পারবেন না”।

মূলত কেমোথেরাপি চিকিৎসার ফলে এই সংক্রমণ হয়। শ্লেষ্মা ঝিল্লিতে প্রদাহ ও ক্ষতির কারণে হয়, যা মুখ, গলা, পাচনতন্ত্র এবং প্রজনন সিস্টেম সহ শরীরের বিভিন্ন অঙ্গ এবং গহ্বরে সমস্যা তৈরি হয় এই সংক্রমণের কারণে। যদিও মিউকোসাইটিস নিরাময়যোগ্য।