দুই থেকে তিন হয়েছেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। শনিবার দু’জনই পৌঁছেছিলেন মুম্বইয়ের একটি প্রসিদ্ধ হাসপাতালে। সেখানেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এরপরেই একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। আজ সদ্যজাতকে নিয়ে বাড়ি ফিরলেন দম্পতি। আর বাড়ি ফিরেই নিজের অভিজ্ঞতার কথা জানালেন তিনি।
হাসপাতাল থেকে বের হতেই ক্যামেরাবন্দি হলেন নায়িকা। গাড়িতে দেখা গেল চোখে কালো ফ্রেমের চশমা। পরনে সাদা রঙের জামা। আর মুখে একগাল হাসি। নায়িকার কোলেই ছিল মেয়ে।
বাড়ি ফিরেই ইন্সটাগ্রামে নিজের বায়ো চেঞ্জ করলেন দীপিকা। লিখলেন, “ফিড, বার্প, স্লিপ, রিপিট”। যা বাংলায় করলে মানে দাঁড়ায় খাওয়াও, ঢেঁকুর তোলাও , ঘুম পাড়াও আবার সেই কাজটাই করো। এখন পুরোপুরি ভাবে মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চাইছেন অভিনেত্রী।
সন্তান প্রসবের পর কোনও রকম ন্যানি রাখার বিপক্ষে দীপিকা। নিজের হাতে সদ্যজাতের যাবতীয় কাজ করে মাতৃত্বের স্বাদ চেটেপুটে নিতে চান তিনি। নিজেই দেখাশোনা করবেন মেয়ের।
জানা যাচ্ছে, রণবীর কাপুর-আলিয়া ভাট অথবা বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মতো এখনই মেয়ের ছবি সামনে আনবেন না দীপিকা ও রণবীর।শোনা যাচ্ছে আপাতত মাস ছয়েকের ব্রেক নিয়েছেন দীপিকাও। মেয়েকে বড় করে তোলাই এখন একমাত্র লক্ষ্য তাঁর।
নায়িকা ইতিমধ্যেই তাঁর সন্তানের জন্য নার্সারি তৈরি করেচেন। সদ্যজাত সন্তানকে নিয়ে সেখানেই থাকবেন তিনি। সূত্রের খবর, মা হওয়ার পর মাস কয়েকের বিরতিতে থাকবেন দীপিকা পাড়ুকোন। সেই সময়টুকু শুধু সন্তানের সঙ্গেই কাটাতে চান অভিনেত্রী। তার পর ২০২৫ সালের মার্চ মাস থেকে কাজে ফিরবেন।