সেই সব কিছু করতে চাই! ১০ বছরের পুরনো অভ্যাস পাল্টে জীবনে বড় সিদ্ধান্ত নিলেন আলিয়া

Published on:

জটিল মানসিক রোগে আক্রান্ত আলিয়া! এই রোগের চিকিৎসা কী?

বর্তমানে আলিয়া ভাটের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এত অল্প বয়সে এত সুনাম বোধহয় খুব কম অভিনেত্রী অর্জন করতে পারেন। ইতিমধ্যেই নতুন ছবির কথা ঘোষণা করেছেন আলিয়া। এবার নিজের জীবন নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

তাঁকে নেপোটিজমের তকমা লাগিয়ে দিলেও নিজের দক্ষতাতেই সুনাম অর্জন করেছেন তিনি। রুপোলি পর্দায় দেখিয়েছেন নিজের ক্ষমতা। কিন্তু এখন সময় বদলেছে। আগে তিনি বলতেন সিনেমার জন্য সব কিছু ছাড়তে পারেন। তবে এখন বদল হয়েছে মানসিকতার।

   
 ⁠

এক সাক্ষাৎকারে তিনি জানান, “সিনেমাজগতে এক দশক পেরিয়েছি। এই এক দশকে আমার জীবন অনেকটা পাল্টে গিয়েছে। আমার মনে আছে, একটা সময় ছিল যখন আমি অভিনয়ের জন্য সব কিছু ছাড়তে প্রস্তুত ছিলাম। আমার ঘুম, পরিবারের সঙ্গে কাটানো সময়। শুধুই কাজ আর শুটিং। তবে এখন আমার পরিবার আছে। স্বামী-সন্তান আছে। এখন আমার এই ১০টা বছরের কথা মনে পরে, আমার পরিবার, বন্ধু, বোনেদের কথা মনে পরে। এখন আমি সে সব কিছুই করতে চাই”।

  
 ⁠

করণ জোহর প্রযোজিত ‘জিগরা’ সিনেমায় দেখা যাবে তাঁকে। দুর্গাপুজোয় মুক্তি পাবে এই সিনেমা। এক ভাই বোনের দুঃসাহসিক গল্প বলবে এই সিনেমা। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ‘জিগরা’র প্রথম পোস্টার শেয়ার করেছেন আলিয়া। পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে রণং দেহি অবতারে দেখা গিয়েছে তাঁকে।