কাঁচা বাদাম ভুলে ভোটের আবহে নতুন গান! ভোট দিতে এসে কী গান শোনালেন ভুবন বাদ্যকর?

Published on:

কাঁচা বাদাম ভুলে ভোটের আবহে নতুন গান! ভোট দিতে এসে কী গান শোনালেন ভুবন বাদ্যকর?

এক সময় কাঁচা বাদাম গান গেয়ে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছে গিয়েছিলেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে সেই সুখ তার স্থায়ী হয়নি। এবার ভোটের আবহে নির্বাচন নিয়ে গান বাঁধলেন তিনি।

বীরভূমের দুবরাজপুরের ভুবন বাদ্যকর। মাথার ঘাম পায়ে ফেলে গ্রামে গ্রামে বাদাম ফেরি করে বেড়াতেন। তবে হঠাৎ তার ভাগ্য বদলে দেয় তার কাঁচা বাদাম গান। অতি সাধারণ মানুষ থেকে রাতারাতি সেলিব্রিটি হয়ে যান তিনি।

   
 ⁠

নির্বাচনী আবহে কাঁচা বাদাম কাকু ওরফে ভুবন বাদ্যকর একটি আস্ত গান বানিয়ে ফেললেন লোকসভা নির্বাচন নিয়ে। সোমবার তাঁর কেন্দ্রে ভোট ছিল। ভোট দিতে গিয়ে গান গেয়ে শোনালেন তিনি। হানাহানি করে নয়, বরং আনন্দ করে যেন ভোট দেন সকলে, বার্তা তাঁর।

  
 ⁠

ছেলের স্বল্প রোজগারেই কোন মতে সংসার চলছিল তার। তবে এইভাবে আর কতদিন চলবে তা নিয়ে সংশয়ে ভুগছিলেন ভুবন বাদ্যকর। এই মুহূর্তে দুবরাজপুর থেকে চলে এসেছেন নিজের কুড়ালজুরি গ্রামে। সেখানে ফের নিজের বাড়িতেই থাকা শুরু করেছেন। কিন্তু শো গুলো করতে পারলে আবার অবস্থার পরিবর্তন হবে বলেই আশাবাদী তিনি।