মাল্টিপ্লেক্সের টিকিট মাত্র ৯৯টাকায়! কবে কীভাবে পাবেন এই অফার? জানুন বিস্তারিত

Published on:

মাল্টিপ্লেক্সের টিকিট মাত্র ৯৯টাকায়! কবে কীভাবে পাবেন এই অফার? জানুন বিস্তারিত

আপনি কি সিনেমা দেখতে খুব পছন্দ করেন? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুন সুখবর। মাল্টিপ্লেক্সে মাত্র ৯৯ টাকা দিয়েই দেখতে পারবেন নিজের পছন্দের মত সিনেমা। কিন্তু অবাক লাগলো সত্যি এটাই। এজন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করলে মনমতো সিনেমা দেখা যাবে মাত্র ৯৯ টাকায়।

২০ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। এই দিনে দেশের প্রায় সমস্ত প্রেক্ষাগৃহেই গ্রাহকরা টিকিট বুকিংয়ের উপর এই অফারটি পাওয়া যাবে। এই অফারে যে টিকিট সাধারণ সময়ে ৩০০-৪০০ টাকায় পাওয়া যেত, সেই টিকিট আপনি পাবেন মাত্র ৯৯ টাকাতেই।

   
 ⁠

বুক মাই শো, পেটিএম, পিভিআর সিনেমাস, আইনক্স, সিনেপলিস কার্নিভাল ইত্যাদি অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট বুক করা যাবে। শুধুমাত্র ওইদিনের জন্যই এই অফার থাকবে। টিকিটের দাম ৯৯ টাকা দেওয়ার সঙ্গে অতিরিক্ত ট্যাক্স এবং হ্যান্ডেলিং চার্জ যোগ হবে।

  
 ⁠

পিভিআর, আইনক্স, সিনেপলিস, কার্নিভাল, মিরাজ, সিটি প্রাইড, এশিয়ান, মুক্তা এ টু, মুভি টাইম, এম টু কে, ডিলাইট এবং আরও অনেক সিনেমা হলেই এই অফার পাওয়া যাবে। অফলাইনে টিকিট কাটতে হলে নিকটবর্তী কোন সিনেমা হলে গিয়ে টিকিট কাটতে হবে।