চা, দুধ নিয়ে লোফালুফি খেলছেন চা বিক্রেতা! ভিডিও ভাইরাল হতেই জনপ্রিয় ‘অ্যাকশন চাওয়ালা’

Published on:

চা, দুধ নিয়ে লোফালুফি খেলছেন চা বিক্রেতা! ভিডিও ভাইরাল হতেই জনপ্রিয় 'অ্যাকশন চাওয়ালা'

চা নিয়েই লোফালুফি খেলছেন এক চা বিক্রেতা। আর সেই ভিডিও ভাইরাল হতেই জনপ্রিয় হলেন এই যুবক। তবে শুধু চা নিয়ে জাগলিং নয় বরং চায়ের মধ্যে বিশেষ এক উপকরণ দেওয়ার জন্যও জনপ্রিয় তাঁর এই চা।

‘অ্যাকশন চাওয়ালা’ নামে এক ডাকে সকলেই চেনেন। গাছের ছায়ায় ছোট্ট একটা চায়ের দোকান। সেখানে মনের আনন্দে চা বানিয়ে গ্রাহকদের খাওয়ান তিনি। এই ব্যক্তি যে চা বানান তাতে সে দেয় লেমনগ্রাস। আর এতেই হিট ‘অ্যাকশন চাওয়ালা’-র চা।

   
 ⁠

ভিডিওতে দেখা যাচ্ছে, দুধ, চায়ের প্যাকেট সবই শূন্যে ছুড়ে দিচ্ছেন চা বিক্রেতা। সঙ্গে সঙ্গে তা লুফেও নিচ্ছেন। জাগলিং দিয়েই তিনি শুরু করলেন চা বানানো। বড় পাত্রে এক এক করে দুধ ঢেলে নিলেন। এরপর তার মধ্যে দিলেন লেমন গ্রাস,তুলসী পাতা, চা এবং চিনি।

  
 ⁠

সুরাটে এখন চা বিক্রেতা হিসেবে তাঁর বেশ নামডাক। সম্প্রতি তাঁর এই লোফালুফি খেলতে খেলতে চা বানানোর ভিডিয়ো ভাইরাল হলো ইন্টারনেটে। ইনস্টাগ্রামে জ়িল ভুবা নামের ফুড ব্লগারের প্রোফাইল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়।