খুব স্বাভাবিক ঘটনা! যৌন হেনস্থার অভিযোগের মাঝেই বিচ্ছেদ নিয়ে অকপট জয়জিৎ

Published on:

খুব স্বাভাবিক ঘটনা! যৌন হেনস্থার অভিযোগের মাঝেই বিচ্ছেদ নিয়ে অকপট জয়জিৎ

আরজিকরের প্রতিবাদ আন্দোলনের মাঝেই আচমকা যৌন হেনস্তার অভিযোগে সরগরম হয়ে টলিউড। একাধিক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে সরব হন একের পর এক অভিনেত্রী। অভিনেতা জয়জিতের বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় একই অভিযোগ তোলেন একজন উঠতি মডেল। বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা হলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। নিজের অভিনয় গুণেই পাকাপোক্ত জায়গা তৈরী করে নিয়েছেন দর্শকদের মনে।

তবে অভিনয় নয়, বিগত কিছুদিন ধরেই একেবারে পৃথক কারণে শিরোনামে রয়েছেন জয়জিৎ। প্রসঙ্গত আরজিকর কাণ্ড নিয়ে শুরু থেকে প্রতিবাদের সরব হয়েছেন এই অভিনেতা। এদিকে এসব চর্চার মাঝেই শোনা যাাচ্ছে, শ্রেয়া -জয়জিৎ-এর ডিভোর্সের খবর। খবরটা কি সত্যি?তাহলে ব্যক্তিগত জীবনের খবর কি গোপনেই রাখতে চেয়েছিলেন অভিনেতা? তার জন্য আচমকা কেন এমন জল্পনা?

   
 ⁠

এ নিয়ে সরাসরি প্রশ্নের মুখে অভিনেতা। সংবাদমাধ্যমকে বলেন, ‘কত কি তো দেখছি এই বয়সে এসে। ভাল লাগে, হাসি পায়। তবে খারাপও লাগে মাঝে মাঝে, কেন এসব কথা? কেন এসব রটবে বলুন? ২০ বছরের সংসারে মান-অভিমান, রাগ সবই তো থাকতে পারে, এটার নামই তো সংসার। স্ত্রী যদি অভিমান করে দু’দিন মাসির বাড়ি গিয়ে ওঠে, তবে সেটাকে বিবাহ বিচ্ছেদ বলে? কোন সংসারে এটুকু অভিমান থাকে না বলুন তো? এটা খুব স্বাভাবিক একটা ঘটনা।’

  
 ⁠

সমাজমাধ্যমে কটাক্ষ নিয়েও মুখ খুললেন অভিনেতা। অকপট বলেন, ‘আমি আর পাঁচ জনের মতোই। খুব সাধারণ একটা মানুষ। আমায় নিয়ে কথা হোক, পছন্দ করি না। তাই আমার নামে মিথ্যে খবর রটলেও খুব একটা মাথা ঘামাই না। যতক্ষণ না তা আমার পরিবারে প্রভাব ফেলছে। সময় বদলেছে, সোশ্যাল মিডিয়ায় এখন যা ইচ্ছে তাই বলা যায়, লেখা যায়, সবটাই আমার মনে হয় সময় বা যুগের সাইড এফেক্ট।’

জয়জিতের সাফ কথা, তাঁরা ভালো আছেন। অভিনেতার প্রশ্ন, ‘মানুষ ঘর ভাঙার খবর পেতে কেন এত ভালোবাসে? কেন অকারণে কাদা ছোটাতে ভালোবাসে, বুঝি না? আমার সংসারটা এখনও আছে। থাকবেও আশাকরি।’