এবার জাপানে মুক্তি পেতে চলেছে জওয়ান। বুধবার, কিং খান সোশ্যাল মিডিয়ায় জানান, আগামী ২৯ নভেম্বর জাপানে মুক্তি পাবে ‘জওয়ান’।ছবি মুক্তির আগে শাহরুখ জওয়ানের একটি রোমাঞ্চে ভরা প্রোমো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।
ওই প্রোমোর সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, প্রস্তুত হন একটি তীব্র, জ্বলন্ত এবং অ্যাকশন-প্যাকড অ্যাডভেঞ্চারের জন্য #জওয়ান জাপানের পথে!# জাপানে জওয়ান আসছে ২৯শে নভেম্বর। ভক্তরা এই পোস্টে শীঘ্রই জওয়ান ২ দেখার আবদার করেছেন।
জওয়ান আয়ের দিক থেকে শাহরুখ খান এবং অ্যাটলির ক্যারিয়ারের সবচেয়ে সফল ছবি জওয়ান । এই ছবিটি বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছিল। মানুষ এই ছবি দেখে এতটাই উচ্ছসিত হয়ে উঠেছিল যে প্রতিটি শো প্রায় হাউস ফুল হত। ভারতে জওয়ানের মোট আয় ছিল ৬৪০.২৫ কোটি টাকা।
দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। অন্যদিকে মুখ্য চরিত্রে ছিলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকেও।এছাড়াও বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা-সহ একঝাঁক তারকাদের দেখা মিলেছে।