চেহারা নিয়ে সমালোচনার শিকার হতে হয় সেলেবদেরও। মোটা হলেও যেমন তাদের কথা শুনতে হয় সেরকম চেহারার পরিবর্তন করে হঠাৎ রোগা হয়ে গেলেও শুনতে হয় কটাক্ষ। তেমনই কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রী দেবলীনা কুমারকে। কিন্তু নিয়মিত এই শরীর চর্চাই তাঁকে এনে দিয়েছে সাফল্য। এবার সেই কথাই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তিনি।
ছোটবেলায় বেশ মোটা ছিলেন দেবলীনা কুমার। তবে সময়ের সঙ্গে সঙ্গে শরীর চর্চা করে নিজেকে পাল্টে ফেলেছেন তিনি। এখন একেবারেই জিরো ফিগার এ নিয়ে এসেছেন নিজের চেহারাকে। কিন্তু মোটা থাকা অবস্থাতেও তাকে যেমন কটাক্ষ শুনতে হয়েছিল সেরকম রোগা হওয়ার পরেও তাকে একই রকম কটাক্ষ শুনতে হয়। তবে সব কিছুর জবাবই ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী।
দেবলীনা @starmarkfitnessstudio বার্ষিক ফিটনেস প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। শুধুমাত্র তাঁর বয়সের গ্রুপে নয়, সব বয়সের গ্রুপে তিনি প্রথম হয়েছেন। অভিনেত্রী লিখেছেন, “এতে কোনও সন্দেহ নেই যে আমি ব্যায়াম করতে ভালোবাসি। আমি এর জন্য পুরস্কৃত হই তখন আরও বেশি ভালো লাগে। আমার মনে হয় যে প্রতিটি ঘাম ঝরানো মুহূর্তের মূল্য পেলাম”।
অভিনেত্রী আরও লেখেন, “আমি যখন প্রথম ব্যায়াম করি তখন ওজন কমানোর জন্য করেছিলাম। তারপর ভালো দেখতে লাগবে সেজন্য করতে থাকি। এরপর আত্মবিশ্বাস বাড়ানো এবং এখন মানসিক সুখের জন্য”। তাঁর আক্ষেপ, “জীবনে যা কিছু করেছি বা অর্জন করেছি, সব কিছুই ব্যক্তিগত ভাবে ধরে নেওয়া হয়েছে। কখনও বলা হয়েছে ক্ষমতাসীন পরিবারের মেয়ে। আমার প্রচেষ্টা সব সময় শূণ্য হয়ে গিয়েছে”।
মোটা থাকার পাশাপাশি তিনি যখন রোগা হলেন, তখনও তাকে শুনতে হয়েছে বহু কথা। তাকে শুনতে হয়েছে, এত রোগা কেন? কীরকম যেন শকচুন্নির মতো, আগেই বেশি মিষ্টি ছিলে। একটু কম শরীরচর্চা কর। লালিত্য কমে গেছে।