ভারতীয় শিল্পপতিদের মধ্যে অন্যতম স্বনামধন্য শিল্পপতি ছিলেন রতন টাটা। তার জীবন নিয়ে যারা আগ্রহ কম বেশি সকলেরই হয়েছে। এমনকি তিনি কখন কী বার্তা দেন সেদিকেও তাকিয়ে থাকেন সকলেই। এবার তাকে নিয়েই এমন অভিজ্ঞতার কথা শোনালেন অমিতাভ বচ্চন, যা শুনলে অবাক হবেন সকলে।
৮৯ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পপতি। সম্প্রতি কৌন বানেগা ক্রোড়পতির মঞ্চে এসেছিলেন ফারহা খান ও বোমান ইরানি। তাঁদের সঙ্গে গল্পের মাঝেই রতন টাটার কথা ওঠে। আর তাতেই আবেগ চেপে রাখতে পারেননি অমিতাভ। রতন টাটার সঙ্গে কিছু মুহূর্তের অভিজ্ঞতা জানান তিনি।
অমিতাভ বলতে শুরু করেন, একবার একই বিমানে করে লন্ডন যাচ্ছিলেন তারা। হিথরো বিমাবন্দরে নেমে রতন টাটা দেখেন যাঁরা ওঁকে নিতে এসেছিলেন, তাঁরা চলে গিয়েছেন। কাউকে দেখতে পাচ্ছিলেন না উনি। তাই ফোন বুথে ঢোকেন যোগাযোগ করার জন্য। এর কিছুক্ষণ পর ফিরে এসে এই অমিতাভের কাছে টাকা চান তিনি। বলেন, তার কাছে ফোন করার মতো টাকা নেই। বিগ বির কথায়, “আজও বিশ্বাস করতে পারি না”।
আরও এক অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, “আমি এবং কিছু বন্ধু একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমার এক বন্ধুর কাছে এগিয়ে আসেন উনি (রতন টাটা)। বলেন, ‘আমাকে বাড়ি ছেড়ে দেবেন দয়া করে? আপনার বাড়ির ঠিক পিছনেই থাকি আমি’। বিশ্বাস করতে পারেন যে, রতন টাটার গাড়ি ছিল না?”