টুথপেস্ট দাঁত মাজার পাশাপাশি অন্যান্য কাজেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর সেই কাজে ব্যবহার করলে এমন ফল হাতেনাতে পাওয়া যায় যা শুনলে চমকে যাবেন। তাই এখন থেকে শুধুমাত্র দাঁত মাজার ক্ষেত্রে ব্যবহার না করে বিভিন্ন সমস্যার সমাধানেও টুথপেস্টকে ব্যবহার করা যেতে পারে।
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
বাচ্চারা দেওয়ালে প্রায়ই আঁকি-বুকি করে থাকে এর ফলে ঘরের সৌন্দর্য নষ্ট হয়। কিন্তু টুথপেস্ট ব্যবহার করে দেয়ালের এই জেদি দাগ সহজে তুলে ফেলা যেতে পারে। নরম কাপড় বা ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দেওয়ালে মাখিয়ে নিন। তার পর শুকনো কাপড় দিয়ে ঘষে তুলে ফেলুন। তবে জেল টুথপেস্ট ব্যবহার করবেন না।
পিতল বা তামার বাসন দীর্ঘদিন পরিষ্কার না করলে দাগ পড়ে যায় সে ক্ষেত্রে এই ধরনের বাসন পরিষ্কার করার ক্ষেত্রে টুথপেস্ট ব্যবহার করতে পারেন। ওই বাসনের মধ্যে কিছুক্ষণ টুথপেস্ট মাখিয়ে রেখে দিন। এরপর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলে তারপর ধুয়ে ফেলুন। বাসন চকচক করবে। রুপার বাসনেও টুথপেস্ট লাগিয়ে ধুলে পরিষ্কার হবে সহজে।
এছাড়াও হাত থেকে পেঁয়াজের গন্ধ দূর করতে টুথপেস্ট লাগিয়ে হাত ধুয়ে ফেলুন। জুতো পরিষ্কার করতে কিন্তু বেশ উপকারী টুথপেস্ট। স্নিকার্স বা চামড়ার জুতোয় লাগিয়ে নিন। তার পর শুকনো নরম কাপড় দিয়ে ঘষে মুছে নিলেই নতুনের মতো চকচক করবে আপনার কাদা লাগা জুতোও।