দীপাবলীর আগে বড় বিপদে শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রা। ফের একবার আইনি জটে জড়ালেন এই তারকা দম্পতি। তাদের রেস্তোরাঁ থেকে চুরি গেল bmw গাড়ি। আর এই নিয়ে বিপদে তারা।
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
মুম্বইয়ের ‘বাস্তিয়ান’ রেস্তরাঁ খুবই জনপ্রিয়। এই রেস্তোরাঁর মালকিন শিল্পা শেটি। সেই রেস্তরাঁর পার্কিং থেকেই চুরি গেল ৮০ লক্ষ টাকার বিএমডাব্লিউ গাড়ি। মুম্বইয়ের ব্যবসায়ী রুহান খান ইতিমধ্যেই শিবাজি পার্ক থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন। এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি শিল্পা এবং রাজ।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়িটি পার্কিং এরিয়াতে ঢোকার পর অপর একটি জিপ গাড়ি করে কয়েকজন আসে। এবং এক মিনিটের মধ্যেই প্রযুক্তির সাহায্যে গাড়িটি নিয়ে চম্পট দেয় তারা। এদিকে ৮০ লাখ টাকার গাড়ি হারিয়েই অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক।
বছর কয়েক আগেই আইপিএল বেটিং, নীলছবি মামলায় রাজ কুন্দ্রার নাম জড়িয়েছিল। রাজ-শিল্পার প্রায় প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।