২৫টি ইঁদুরকে গিলে খেতে পারে, গিলতে পারে বিষধর অন্য সাপকেও! চিনে নিন এই ‘ইয়ালো স্নেক’কে

Published on:

২৫টি ইঁদুরকে গিলে খেতে পারে, গিলতে পারে বিষধর অন্য সাপকেও! চিনে নিন এই 'ইয়ালো স্নেক'কে

সাপকে সবসময় শত্রু ভাবলে ভুল ভাবা হবে। সাপ যে সব সময় ক্ষতি করে তেমনটা কিন্তু নয়। বেশ কিছু ক্ষেত্রে চাষের জমির জন্য উপকারী । তাই এক বিশেষ প্রজাতির সাপকে কৃষকের বন্ধু বলা হয়। এই সাপের প্রজাতির ইয়ালো স্নেক বা হলুদ সাপ নামে পরিচিত।


৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 

৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও 


এই সাপ মানুষের কোনও ক্ষতি করে না। বরং কৃষকদের উপকার করে। এই সাপ, যা ইঁদুরের শত্রু হিসেবে পরিচিত। এটি লাল সাপের প্রজাতির অন্তর্ভুক্ত। রাজস্থানে এটি স্থানীয় ভাষায় ‘হলুদ সাপ’ নামেও পরিচিত। কিছু মানুষ একে ‘ঘোড়া পচাঁড’ বলেন, আবার অনেকে ‘ ধামান’ নামেও ডেকে থাকেন।

   
 ⁠

জানা যায়, এই প্রজাতির সাপ প্রতিদিন ১৫ থেকে ২৫টি ইঁদুর খেতে পারে। শুধু ইঁদুরই নয় বরং বিষধর অন্যান্য সাপকেও খেয়ে ফেলে এই হলুদ সাপ। এই বিশেষ সাপ বিষাক্ত হলেও মানুষের জন্য ক্ষতিকর নয়।

  
 ⁠

এটি প্রায় নয় ফুট দীর্ঘ হয়ে থাকে৷ যাকে এক ঝলক দেখলে যে কেউ ভয় পেতে বাধ্য৷এই ইয়েলো স্নেক সহজেই কাইট নামের একটি এশীয় বিষধর সাপকেও গিলে ফেলতে পারে।