বাড়িতেই বানিয়ে ফেলুন রং বেরঙের মোম! রইল সহজ পদ্ধতি

Published on:

বাড়িতেই বানিয়ে ফেলুন রং বেরঙের মোম! রইল সহজ পদ্ধতি

দিপাবলি মানেই আলোর উৎসব। বাড়িকে সাজিয়ে তোলা রংবেরঙের আলো এবং মোমবাতি দিয়ে। কিন্তু বাজারে যে চড়া দামে মোমবাতি বিক্রি হয় তা কিনতে গিয়ে রীতিমতো হাতে ছ্যাঁকা লাগে। তবে যদি এবার বাড়িতেই বানিয়ে নেওয়া যায় মোমবাতি তাহলে কেমন হয়? রংবেরঙের বাজারের মতো মোমবাতি বানিয়ে ফেলা যাবে এবার থেকে বাড়িতে।

বাজার থেকে মোমবাতি না কিনে বাড়িতেই তৈরি করে ফেলুন। খরচ খুবই সামান্য। আবার পদ্ধতিও একেবারে জটিল নয়। পর্যায়ক্রমে সহজ কয়েকটি পদ্ধতি অবলম্বন করলেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে একেবারে দোকানের মত সুন্দর মোমবাতি। আর হাতে বানানো জিনিসের কদরই আলাদা।

   
 ⁠

রঙিন মোমবাতি তৈরির জন্য প্রয়োজন মোম রংয়ের। মোমের সঙ্গে রং মিশিয়েই আপনি তৈরি করতে পারেন রঙিন মোমবাতি। তাই আগে সাদা রঙের সরু মোমবাতি জোগাড় করুন। জোগাড় করুন কিছু সুতো। এবং সবশেষে লাগবে জল। এছাড়াও যে আকারের মোমবাতি বানাতে চান সেই রকম পাত্র নিতে হবে

  
 ⁠

এরপর একটি পাত্রের জল গরম করতে বসিয়ে তার মধ্যে একটি বাটিতে মোমবাতি এবং রং টুকরো টুকরো করে কেটে নিন। সেই সাদা মোমবাতি এবং মোম রং গলিয়ে একসঙ্গে মেশান। তারপর আকৃতির মোমবাতি তৈরি করতে চান, সেই রকম একটি পাত্র নিন। একটু মোটা সাদা সুতো নিন। ওই পাত্রের মধ্যে সুতো রাখুন। এর মধ্যে খানিকটা সুগন্ধি ছড়াতে পারেন। তাহলে মোম যখন জ্বলবে এখন একটা মিষ্টি গন্ধ চারিদিকে ছড়িয়ে যাবে।