হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। অসুস্থতার জেরে বাতিল করতে হয়েছে তার বেশ কিছু অনুষ্ঠান। আচমকা কী হলো তারকা সাংসদের? তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগী মহল।
তবে চিন্তার কিছু নেই। রচনার ঘনিষ্ট সূত্র জানিয়েছে, “খুব বেশি চিন্তার কিছু হয়নি। পেটের সমস্যা হয়েছিল। প্রেশার কমে গিয়েছে। কিন্তু রচনা এখন অনেকটাই সুস্থ। আপাতত বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে”। তাই ডাক্তারের পরামর্শ মেনেই আগামী কিছুদিনের কাজ বাতিল করেছেন তিনি।
প্রথমবার ভোটে দাঁড়িয়েই কিস্তিমাত করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। এদিকে স্বাভাবিক ভাবেই দিল্লি যাতায়াতে দিদি নম্বর ওয়ানকে সময় দিতে পারবেন খুবই কম।
রচনা জানিয়েছেন, “রাজনীতিক হিসেবে ব্যস্ততা তো বাড়বেই। তবে দিদি নাম্বার ওয়ান এবং এই নতুন দায়িত্ব সামলাতে তেমন অসুবিধা হবে না। দু-দিকেই সমান দায়িত্ব পালন করব”।
এদিকে দিদি নম্বর ওয়ান করে তিনি যে কী বিপুল পরিমাণে জনসাধারণের ভালোবাসা পেয়েছেন তা বলার অপেক্ষা রাখেনা। প্রায় এক যুগ ধরে চলছে দিদি নম্বর ১। আর এখনো সেই প্রথম দিনের মতোই জনপ্রিয় রয়েছে এই অনুষ্ঠান। যদিও জনপ্রিয়তার অন্যতম কারণ অবশ্যই এই অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর জন্যই যে এই অনুষ্ঠান আরও জনপ্রিয়তা পেয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। একইসঙ্গে বহু মানুষের অনুপ্রেরণাও তিনি।