দিলওয়ালে সব নেহি হোতে! শাহরুখের ব্যবহারে মুগ্ধ ভক্ত, ভিডিও শেয়ার করতেই প্রশংসার ঝড়

Published on:

ভক্তের আজব প্রশ্ন! আবদার মিটিয়ে ফোন নম্বর শেয়ার করলেন শাহরুখ

শাহরুখ খান বরাবরই ভালো ব্যবহারের জন্য তালিকার শীর্ষে রয়েছেন। এমনকি অনুরাগীদের যাবতীয় আবদারও মিটিয়ে থাকেন তিনি বরাবর। এবারও তেমন এক ভিডিও ভাইরাল হল। প্রিয় তারকার এই ব্যবহারে উচ্ছ্বসিত এক ভক্ত।

ঘটনাটি ঘটেছে দুবাইতে। সংযুক্ত আরব আমিরশাহীতে শাহরুখের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সম্প্রতি দুবাইতে এক গয়নার দোকানে দেখা গিয়েছিল শাহরুখ-গৌরীকে। সেখানের এক কর্মী পরমিন্দর সিং নিজের ইনস্টা প্রোফাইলে ভিডিয়োটি শেয়ার করেছেন। এই ভিডিও থেকে মুগ্ধ ফ্যানেরা।

   
 ⁠

ভিডিওতে দেখা যাচ্ছে, শাহরুখ যাওয়ার সময় তাঁকে পরমিন্দর সিং বুকে হাত দিয়ে মাথা নিচু করে অভিবাদন জানান। এই দেখে রীতিমত আপ্লুত হয়ে ওঠেন ওই কর্মী। কয়েক সেকেন্ডের জন্য শাহরুখ থমকে দাঁড়ান। এবং সেই অভিবাদন গ্রহণ করেন। ভিডিয়োর ক্যাপশনে পরমিন্দর লেখেন, ‘দুবাইতে শাহরুখ খানের সঙ্গে বিশেষ একটা মুহূর্ত….’। এরপর শাহরুখের ফেমাস ডায়লগ জুড়ে দেন তিনি। লেখেন, ‘দিল তো সবকে পাস হোতা হ্যায়, লেকিন দিলওয়ালে সব নেহি হোতে…’।

  
 ⁠

শাহরুখ খান বলিউডে এই নামটাই যথেষ্ট। বলিউডের বাদশাহ তিনি। আজ তার ৫৯ তম জন্মদিন। কিং খানের জন্মদিন মানেই ভক্তদের মধ্যে একটা আলাদাই উন্মাদনা কাজ করে। রাত বারোটা বাজার আগে থেকেই মান্নাতের সামনে ভিড় জমান ভক্তরা। আর যথারীতি সঠিক সময়ে বারান্দায় এসে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ান প্রিয় নায়ক। বছরের পর বছর ধরে চলে আসছে এই প্রথা।