ছেলেকে আড়ালে রেখেই পালিত হল জন্মদিন! অনুষ্কার উদ্দেশ্যে কী বিশেষ বার্তা দিলেন বিরাট?

Avatar

Updated on:

ছেলের জন্মের আগে থেকেই লন্ডনে ছিলেন অনুষ্কা শর্মা। এরপরেই দ্বিতীয় সন্তান জন্মের পাঁচদিন পর সেই সুখবর দিয়েছেন তিনি। তাঁর সঙ্গে বিরাট কোহলিও ছিলেন সেই দেশেই। তবে আইপিএল এর জন্য কিং কোহলি দেশে ফিরলেও অনুষ্কা ফেরেননি। তবে এবার দেশে ফিরে নিজের ৩৬তম জন্মদিন পালন করলেন অভিনেত্রী।

আড়ম্বর নয়, বরং ছিমছাম, ঘরোয়া ভাবে নৈশভোজের মাধ্যমেই পালিত হল জন্মদিন। আমন্ত্রিত ছিলেন ফাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলের মতো ব্যক্তিত্বরা।

   
 ⁠

অনুষ্কার জন্মদিনে তাঁর জন্য একটি বিশেষ পোস্ট দেন বিরাট। স্ত্রীকে ভালবাসা জানিয়ে তিনি লেখেন, ‘তোমাকে না পেলে আমি পুরোপুরি হারিয়ে যেতাম। শুভ জন্মদিন। তুমি আমাদের পৃথিবীর আলো। তোমাকে আমরা খুব ভালবাসি।’

  
 ⁠

ইতিমধ্যেই তিন বছর পার করেছে ভামিকা। প্লে স্কুলের পাঠ শেষ হয়েছে তার। এবার নার্সারিতে ভর্তি হওয়ার পালা। তাই দেশে ফিরে মেয়েকে স্কুলে ভর্তি করবেন বিরুষ্কা। জানা গিয়েছে, ধীরুভাই আম্বানি স্কুলেই ভর্তি হবে ভামিকা। এই স্কুলে পড়াশোনা করে শাহরুখ পুত্র আব্রাম, আমিরের ছেলে আজাদ, ঐশ্বর্য-অভিষেক কন্যা আরাধ্যা, করিনা কাপুরের পুত্র তৈমুর সকলেই পড়ে। এবার এই তালিকায় যোগ হচ্ছে বিরুষ্কা কন্যার নাম।

ছেলের জন্মের পর এক সাক্ষাৎকারে বিরাট জানান, স্পটলাইট থেকে দূরে লন্ডনে সাধারণ দম্পতির মতো জীবন কাটানোর সুযোগ পান তাঁরা। ছেলে-মেয়েকে নিয়ে সুখে কেটেছে দিন, জানান বিরাট। পিতৃত্বের স্বাদ চুটিয়ে নিচ্ছেন তিনি, জানান কোহলি। ছেলের জন্মের সময় পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন কোহলি।