জন্মান্ধ হয়েও পথ দেখাচ্ছেন লক্ষাধিক মানুষকে!এই ব্যক্তির কাহিনী জানলে চমকে যাবেন

Published on:

জন্মান্ধ হয়েও পথ দেখাচ্ছেন লক্ষাধিক মানুষকে!এই ব্যক্তির কাহিনী জানলে চমকে যাবেন

নিজে জন্মান্ধ। কিন্তু তাতে কি, তিনিই পথ দেখাচ্ছেন রোজ লক্ষ লক্ষ মানুষকে। শিয়ালদহ স্টেশনে রোজ কয়েক লক্ষ মানুষের পথের দিশা এই অন্ধ ব্যক্তিই। তাঁর নাম, পরিতোষ বিশ্বাস।

নৈহাটির বাসিন্দা পরিতোষ বিশ্বাস জন্ম থেকেই অন্ধ।বাড়িতে রয়েছে, স্ত্রী, ছেলে এবং মেয়ে। বাড়ির একমাত্র রোজগেরে ব্যক্তি তিনি। দীর্ঘ ৩৪ বছর ধরে ইস্টার্ন রেলওয়ের সঙ্গে যুক্ত তিনি। রোজ ট্রেনের টাইম টেবল ঘোষণা করা তার কাজ।

   
 ⁠

প্রতিদিনই মাইক্রোফোনে শোনা যায় তার গলা, ৩১৮৪১ আপ কৃষ্ণনগর লোকাল ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। রোজ তাঁকে শিয়ালদহ আসার জন্য নৈহাটি স্টেশন থেকে কেউ না কেউ ট্রেনে তুলে দেয়। তার ডিউটি শুরু হয় ঠিক ভোর ছয়টায়।শিয়ালদহে নেমে তিনি একেবারে চলে যান অ্যানাউন্সমেন্ট রুমে। নিজের দায়িত্ব নিজেই বুঝে কাজে যোগ দেন তিনি। এরপরেই শুরু হয়ে যায়, ট্রেনের আনাগোনার হিসেব দেওয়া। আজ অবধি কোনও দিনও দেরি করেননি তিনি।

  
 ⁠

তাঁর সহকর্মীরা বলছেন, এতদিনের কর্মজীবনে কোনও দিনও ভুল করেননি পরিতোষ বাবু। কখনও কিছু নিয়ে সংশয় হলে ব্রেইল পদ্ধতিতে লিখে রাখেন তিনি। দীর্ঘ কেরিয়ারের বিভিন্ন সময়ে বিভিন্ন স্টেশনে ছিলেন। এখন রয়েছেন শিয়ালদহ স্টেশনে। শুধু তিনি একা নন, পূর্ব রেল সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে, হাওড়া ও শিয়ালদহ স্টেশনে পরিতোষ বিশ্বাস-সহ মোট পাঁচ জন দৃষ্টিহীন ঘোষক রয়েছেন।