অভিনেতা-অভিনেত্রীদের জীবন বাইরে থেকে দেখতে ঝাঁ চকচকে লাগলেও তাদের জীবনেও থাকে নানান টানাপোড়নের গল্প। তাদেরকেও অনেক বাধা প্রতিকূলতা জয় করে নিজেদের সাফল্য অর্জন করতে হয়। বেশ কিছু সময় দেখা যায় পরিবারের তরফ থেকেও আসতে থাকে চাপ। আর সেই সবকিছুকে সামলেই এগিয়ে যেতে হয় সামনের দিকে। তেমনি চড়াই-উৎরায়ের গল্প রয়েছে অভিনেত্রী প্রিয়া পালের জীবনে। আজকের এই সাফল্য সহজে মেলেনি তার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, নৈহাটিতেই বেড়ে ওঠা তার। তার পাড়া-প্রতিবেশী কিংবা পরিবারের লোকজনও কখনো স্বপ্নেও ভাবতে পারেননি অভিনয় করেই নিজেকে প্রতিষ্ঠিত করবেন প্রিয়া। এমনকি তার বাবাও তাকে টিপ্পনি কাটতে ছাড়েন নি। তবে সব সময় পাশে ছিলেন তার মা। সেই কঠিন লড়াই জয় করে আজ ১২-১৩ বছর ধরে চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন বর্তমানে জগদ্ধাত্রী ধারাবাহিকের দিব্যা সেন।
অভিনেত্রীর কথায়, তিনি বলেন, “একটা সময় গোটা নৈহাটির মানুষ যেন বিশ্বাস করতে পারেনি আমি এটা করতে পারি। এমনকি আমার বাবাও। আমি এখান থেকে ইন্ডাস্ট্রিতে গিয়ে নাম করব, এটা যেন ভাবনাতীত ছিল। কিন্তু, জেদ চেপে গিয়েছিল আমারও।”
নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, লন্ডন ঘুরতে যাওয়ার চিন্তা করছিলেন, বিরাট ভয় পেয়েছিলেন তিনি। এমনকি, তাঁর বাবা এও বলেছিলেন, “পড়াশোনা শিখেছ কী করতে যদি একা ঘুরতেই না যেতে পারো?” ৮-৯ বছর টানা কাজ করে গিয়েছেন তিনি একদিনও ছুটি না নিয়ে।