আমি খুব খারাপ ছেলে! হঠাৎই সোশ্যাল মিডিয়ায় হাহাকার অরিজিতের, উদ্বিগ্ন অনুরাগীরা

Published on:

আমি খুব খারাপ ছেলে! হঠাৎই সোশ্যাল মিডিয়ায় হাহাকার অরিজিতের, উদ্বিগ্ন অনুরাগীরা

মায়ের মৃত্যুর তিন বছর পরও নিজেকে অপরাধী মনে করেন অরিজিৎ সিং। কেন এমনটা ভাবেন গায়ক? তাঁর সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দেখেই শুরু হয়েছে জল্পনা। হঠাৎ আক্ষেপ কেন করছেন তিনি?

তিন বছর আগে করোনাকালে মাকে হারিয়েছিলেন গায়ক। কোভিডে আক্রান্ত হয়ে ঢাকুরিয়ারই একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গায়কের মা-কে। শত চেষ্টা সত্ত্বেও ফিরিয়ে আনতে পারেননি মাকে তিনি। মুষড়ে পড়েছিলেন মায়ের মৃত্যুর পর।

   
 ⁠

এবার এক পোস্ট করে তিনি লিখলেন, “আমি সব সময় খারাপ ছেলে ছিলাম। সব সময় থাকবও। আমার জন্য মা কখনও সুখ পায়নি। এটাই আমি, এটাই সত্যি। আমি মাকে ভালবাসতাম এটাও সত্যি। কিন্তু আমার ভুল থেকে আর কোনও শিক্ষা নিতে পারব না কারণ আমার মা আর পৃথিবীতে নেই। আমি কারও সমবেদনা চাই না। আমি খুব খারাপ ছেলে”।

  
 ⁠

অরিজিৎ সিং এর সুরের মূর্ছনায় মাতাল গোটা বিশ্ব। এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। ধীরে ধীরে কঠিন অধ্যবসায়, দক্ষতা এবং ভাগ্য এই সবের মিশেলে আজ এই জায়গায় পৌঁছেছেন অরিজিৎ সিং। আর তাই হয়ত তাঁকে যেমন শ্রদ্ধা করেন সকলে তেমন ভালোওবাসেন।

বরাবরই মাটির মানুষ অরিজিৎ সিং। সব সময়ই অনুরাগীদের যাবতীয় আবদার মেটাতে চেষ্টা করেন গায়ক। এবার গায়কের এহেন পোস্টে কৌতূহল অনুরাগীদের মধ্যে।